For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আমার দেহের ওপর দিয়ে করতে হবে এনআরসি! বনগাঁ, রানাঘাট থেকে বিজেপিকে হুঙ্কার মমতার

আমার দেহের ওপর দিয়ে করতে হবে এনআরসি। বনগাঁ, রানঘাটের সভা থেকে প্রায় একই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

  • |
Google Oneindia Bengali News

আমার দেহের ওপর দিয়ে করতে হবে এনআরসি। বনগাঁ, রানাঘাটের সভা থেকে প্রায় একই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, তিনি যেটা বলেন, সেটা করেন। একইসঙ্গে তিনি বনগাঁ, রানাঘাটের মতো লোকসভা আসনে হারের জন্য ব্যর্থতার কথা স্বীকার করেন নেন।

যেটা বলেন, সেটা করেন

যেটা বলেন, সেটা করেন

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বনগাঁ, রানাঘাটে দুই সভা করেন। এই দুটি লোকসভা আসন এবার হেরেছে তৃণমূল। দুই আসনই তফশিলি জাতিদের জন্য সংরক্ষিত। তিনি স্মরণ করিয়ে দেন, বড় মার চিকিৎসার সব খরবচ বহন করেছিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী বলেনে, কথা না রাখাটা বেঁচে থাকার থেকে না থাকা ভাল। উদ্বাস্তু, মতুয়া, অনুকূল ঠাকুরের দীক্ষিতরা গর্ব বলেও উল্লেখ করেন তিনি।

ভয় পেয়ো না, আমি আছি

ভয় পেয়ো না, আমি আছি

তফশিলি জাতিদের জন্য সংরক্ষিত দুই আসন এলাকায় সভার স্থল বিবেচনা করেছেন তিনি নিজেই। এদিন দুই সভাতেই জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ৮৪ টি উদ্বাস্তু কলোনিতে পাট্টা তিনিই দিয়েছেন বলে স্মরণ করিয়ে দেন তিনি। রাজ্যে সিএএ, এনআরসির ভয়ে ৩১ থেকে ৩২ জনের মৃত্যু হয়েছে বলেও দাবি করেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, মিথ্যা কুৎসার ঝড় চলছে। মানুষ আতঙ্কে ভুগছে। মুখ্যমন্ত্রী জানিয়ে দেনে, জীবন দেবেন কিন্তু আত্মসমর্পণ করবেন না। রাজ্যে এনআরসি, এনপিআর হবে না বলেও জানিয়ে দেন।

গুলি করে মারতে বলে বিজেপি

গুলি করে মারতে বলে বিজেপি

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বিজেপি নেতাদের মুখে গুলি করে মারার কথার প্রবল সমালোচনা করেন। মুখ্যমন্ত্রী বলেন, দিল্লি, উত্তর প্রদেশে প্রতিদিন গুলি করে মারা হচ্ছে। তাঁর আরও অভিযোগ বিজেপি নেতারা মেয়েদের ওপরও অত্যাচার করার নির্দেশ দিচ্ছে।

বেচে দিচ্ছে সব কিছু

বেচে দিচ্ছে সব কিছু

মুখ্যমন্ত্রী এদিনের দুই সভা থেকে নোটবাতিলের কথা বলে বিএসএনএল, এলআইসি নিয়ে কেন্দ্রের বর্তমান অবস্থার কথা উল্লেখ করেন। তিনি বলেন, একের পর এক সরকারি কিংবা রাষ্ট্রায়ত্ত সংস্থা বেচে দিচ্ছে মোদী সরকার। তিনি কটাক্ষ করে বলেন, বিজেপি ভোট নিল কিন্তু বিক্রি করে দিল সব কিছু।

লোকাসভা নির্বাচনে ব্যর্থতা

লোকাসভা নির্বাচনে ব্যর্থতা

সভায় লোকসভা নির্বাচনে দলের ব্যর্থতার কথা স্বীকার করে নেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনের সময় হাতে টাকা দিয়েছে, অ্যাকাউন্টে টাকা দিয়েছে। বিষয়টি তারা পরে জানতে পেরেছেন।

English summary
CM Mamata Banerjee attacks BJP and Central Govt from his Bongaon and Ranaghat meeting
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X