For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দিল্লির ঘটনায় শান্তি বজায় রাখার বার্তা মুখ্যমন্ত্রী মমতার

দিল্লির ঘটনায় শান্তি বজায় রাখার বার্তা মুখ্যমন্ত্রী মমতার

  • By Aveek Banerjee
  • |
Google Oneindia Bengali News

দিল্লির ঘটনায় শান্তি বজায় রাখার বার্তা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে তিনি মঙ্গলবার দিল্লিতে অশান্তির জন্য উদ্বেগ প্রকাশ করেন। সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধিতায় অশান্ত হয়ে উঠেছে উত্তর-পূর্ব দিল্লির পরিবেশ। এখনও পর্যন্ত এ ঘটনায় মৃত্যু হয়েছে ১০ জনের।

দিল্লির ঘটনায় শান্তি বজায় রাখার বার্তা মুখ্যমন্ত্রী মমতার

ভুবনেশ্বর যাওয়ার আগে এদিন বিমানবন্দরে দাঁড়িয়ে দিল্লির বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন, 'যা ঘটছে, তাতে খুবই উদ্বিগ্ন। সবাইকে বলছি শান্তি বজায় রাখুন'। মুখ্যমন্ত্রীর কথায়, 'আমি মনে করি, শান্তি বজায় রাখা সকলের দরকার। আমাদের দেশ শান্তির দেশ, মানবতার দেশ। সকলকে নিয়ে একসঙ্গে চলার দেশ। এখানে হিংসার কোনও স্থান নেই। যা ঘটছে, তাতে খুবই উদ্বিগ্ন। সকলের কাছে শান্তি বজায় রাখার আর্জি রাখছি। পরিস্থিতির উপর নজর রাখছি'।

সিএএ-র বিরোধিতা করে রবিবার থেকে জ্বলছে উত্তর-পূর্ব দিল্লির খাজুরি খাস এলাকা। ওই এলাকায় পুলিশ ও র‌্যাফ মোতায়েন করা হয়েছে। জারি রয়েছে ১৪৪ ধারা। লাঠি-রড হাতে রাস্তায় জমায়েত জনতার। ইতিমধ্যে ১৫০ জন আহত হয়েছে। মারা গেছে ১০ জন।

English summary
CM Mamata Banerjee asks to maintain peace after Delhi incident
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X