For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আন্দোলনে 'পথভ্রষ্ট' হয়েছিলেন! কীভাবে পালিয়েছিলেন সিপিএম-এর পুলিশের থেকে, অকপট নেত্রী মমতা

আন্দোলনে 'পথভ্রষ্ট' হয়েছিলেন! কীভাবে পালিয়েছিলেন সিপিএম-এর পুলিশের থেকে, অকপট মমতা

  • |
Google Oneindia Bengali News

আন্দোলন, ঘেরাও, বনধের ডাকে কি তিনি কোনও ভুল করেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বর্তমান পদক্ষেপে অনেকেই এই প্রশ্ন করেন। নেতাজি ইন্ডোরে ছাত্র যুবদের কর্মশালায় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত স্বীকার করে নিলেন, তিনি ভুল করেছিলেন। তিনি বলেছেন, ছাত্র ভোটে মনোনয়ন নিয়ে গণ্ডগোলে অধ্যক্ষকে ঘেরাও করেছিলেন। যদিও তিনি বর্তমান সময়ে তা না করতে আহ্বান জানিয়েছেন।

 মমতা বন্দ্যোপাধ্যায়ের 'ভুল'

মমতা বন্দ্যোপাধ্যায়ের 'ভুল'

ছাত্র জীবনে অধ্যক্ষ ঘেরাও হোক কিংবা সিপিএম সরকারের বিরুদ্ধে একের পর বনধ, ঘেরাও আন্দোলন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভাঙচুর করা হয়েছিল বিধানসভা। কিন্তু বর্তমান সময়ে তিনি ঘেরাও বনধের কড়া বিরোধিতা করেন। অনেকেই বলেন ভুল করেছিলেন তিনি।

'ভুল' করতে নিষেধ

'ভুল' করতে নিষেধ

ছাত্রদের কর্মশালায় বক্তব্য রাখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ছাত্রজীবনে কলেজে মনোনয়নে গণ্ডগোলের কথাও টেনেছেন। বলেছেন ঘেরাও করেছিলেন অধ্যক্ষকে। সেই সময় ভুল বা ঠিক যাই করুন না কেন, বর্তমান সময়ে তা না করতে আহ্বান জানিয়েছেন তিনি। জোর দিয়ে বলেছেন, তিনি যদি কোনও ভুল করে থাকেন, তা যেন ছাত্রনেতারা না করেন। তবে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, সেই সময় যে আন্দোলন করেছিলেন তা দুনিয়ার কেউ করেনি।

'বিরুদ্ধে দাঁড়াত না কেউ'

'বিরুদ্ধে দাঁড়াত না কেউ'

মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, তাঁর বাড়িতে গিয়ে ডিএসও-র তরফে বারবার বোঝানোর চেষ্টা করা হয়েছে। কিন্তু তা তিনি শোনেনি। বরং তিনি বলেন, যখন ছাত্র ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তাঁর বিরুদ্ধে কেউ ভোটে দাঁড়াত না। তাঁর দাবি সবাই জানতো জমানত জব্দ হবে।

 পুলিশের তাড়া থেকে বাঁচতে ছিল সোনালির শাড়ি

পুলিশের তাড়া থেকে বাঁচতে ছিল সোনালির শাড়ি

নেতাজি ইন্ডোরের অনুষ্ঠান থেকে মমতা বলেন, তাঁর ছাত্র থাকার সময়ে সিপিএম-এর গুণ্ডারা এক ছাত্রকে অপহরণ করে নিয়ে যাচ্ছিল। কিন্তু তিনি সাহস করে সেই ছাত্রকে ছিনিয়ে নিয়েছিলেন। সেই সময় তিনি পুলিশের তাড়াও কম খাননি। একটা সময়, পুলিশের তাড়া থেকে বাঁচতে তিনি সোনালি গুহ-র শাড়ি পরে পালিয়েছিলেন বলেও জানিয়েছেন।

নির্বাচনী প্রচারে অনুরাগের বিতর্কিত মন্তব্যের রিপোর্ট তলব নির্বাচন কমিশননির্বাচনী প্রচারে অনুরাগের বিতর্কিত মন্তব্যের রিপোর্ট তলব নির্বাচন কমিশন

English summary
CM Mamata Banerjee appeals to the students leaders not to make wrong things. She criticised CPM from student workshop.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X