For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজ্যে হবে ২ নতুন জেলা, পাথরপ্রতিমা থেকে ঘোষণা মুখ্যমন্ত্রী মমতার

রাজ্যে হবে ২ নতুন জেলা, পাথরপ্রতিমা থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

  • |
Google Oneindia Bengali News

রাজ্যে হবে আরও দুই নতুন জেলা। পাথরপ্রতিমার সরকারি সভা থেকে ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এই দুই জেলা হল সুন্দরবন এবং বসিরহাট। প্রসঙ্গত পুলিশ জেলা হিসেবে কাজ করছে বসিরহাট। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, খুব শীঘ্রই প্রশাসনিকভাবে আলাদা জেলা হিসেবে কাজ শুরু করবে এই দুই জেলা।

ঘোষণা হয়েছিল ২০১৫-র ডিসেম্বরে

ঘোষণা হয়েছিল ২০১৫-র ডিসেম্বরে

২০১৫-র ডিসেম্বরে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন রাজ্যে পাঁচটি নতুন জেলা হবে। তালিকায় সুন্দরবন, বসিরহাট ছাড়াও ছিল আসানসোল, ঝাড়গ্রাম এবং কালিম্পং। ইতিমধ্যেই ঝাড়গ্রাম এবং কালিম্পং প্রশাসনিকভাবে আলাদা জেলা হিসেবে কাজ শুরু করেছে। আসানসোল, বসিরহাট পুলিশ জেলা হিসেবে কাজ করছে। ২০১৬ সালের মধ্যে পাঁচটি নতুন জেলা গঠনের আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

ফের ঘোষমা মুখ্যমন্ত্রীর

ফের ঘোষমা মুখ্যমন্ত্রীর

মুখ্যমন্ত্রীর এদিন পাথরপ্রতিমা থেকে ঘোষণায় জানিয়েছিলেন প্রশাসনিকভাবে আলাদা করা হবে দুই জেলাকে। স্বভাবতই আশাবাদী এলাকার বাসিন্দারা।

নতুন জেলা সুন্দরবন

নতুন জেলা সুন্দরবন

দক্ষিণ ২৪ পরগনার ১৩ টি এবং উত্তর ২৪ পরগনার ৬ টি ব্লক নিয়ে সুন্দরবন গঠিত। দক্ষিণ ২৪ পরগনার ব্লকগুলি হল সাগর, নামখানাস কাকদ্বীপ, পাথপ্রতিনী, কুলতলি, মথুরাপুর ১,২, জয়নগর ১,২, ক্যানিং ১,২। উত্তর ২৪ পরগনার ব্লকগুলির হল হিঙ্গলগঞ্জ, হাসনাবাদ, হাড়োয়া, মিনাখাঁ, সন্দেশখালি ১,২। ক্যানিংকে জেলা সদর করে প্রশাসনিক কাজ শুরু করা হয়েছে আগে থেকে। তবে জেলা গঠনের সময় মিনাখাঁ এবং সন্দেশখালি ১,২ পড়বে বসিরহাটে।

নতুন জেলা বসিরহাট

নতুন জেলা বসিরহাট

স্বাস্থ্য জেলার পর পুলিশ জেলা হিসেবে আত্মপ্রকাশ করেছে বসিরহাট। এবার প্রশাসনিকভাবে ভাগ হতে চলেছে এই জেলা। বসিরহাট মহকুমাকে পৃষক করেই এই জেলা গঠন করা হবে। জেলার সদর দফতর হবে বসিরহাট শহর। জেলায় ৩ টি পুরসভা থাকছে। বসিরহাট, বাদুড়িয়া, টাকি। জেলায় দশটি ব্লক থাকবে বলে ঠিক আছে। সেগুলি হল, দেগঙ্গা, বাদুড়িয়া, বসিরহাট ১,২, হাড়োয়া, হাসনাবাদ, মিনাখাঁ, হিঙ্গলগঞ্জ, সন্দেশখালি ১,২।

জয় শ্রীরাম নিয়ে প্রশ্ন! মোদীর কড়া সমালোচনা, মমতা পাশে পেলেন এই মহান্তকেজয় শ্রীরাম নিয়ে প্রশ্ন! মোদীর কড়া সমালোচনা, মমতা পাশে পেলেন এই মহান্তকে

English summary
CM Mamata Banerjee announces two new Districts Sundarban and Basirhat will be created. Already there are two police district.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X