For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা মোকাবিলায় ৩ টাস্কফোর্স রাজ্যের, বিশেষজ্ঞ কমিটির পরামর্শ ঘিরে জল্পনা

রাজ্যে করোনা ভাইরাস মোকাবিলায় ৩ টি টাস্কফোর্স গঠনের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই টাস্কফোর্সগুলির নেতৃত্বে থাকবেন রাজ্যের শীর্ষস্থানীয় তিন আমলা।

  • |
Google Oneindia Bengali News

রাজ্যে করোনা ভাইরাস মোকাবিলায় ৩ টি টাস্কফোর্স গঠনের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই টাস্কফোর্সগুলির নেতৃত্বে থাকবেন রাজ্যের শীর্ষস্থানীয় তিন আমলা। অন্যদিকে নবান্নে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্যে আক্রান্তের সংখ্যা ২ বেড়ে হয়েছে ৭১। মৃতের সংখ্যা ৫।

রাজ্যের ৩ টাস্ক ফোর্স

রাজ্যের ৩ টাস্ক ফোর্স

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, করোনার পরিস্থিতির মোকাবিলায় নিয়ন্ত্রণ ও শিথিলের বিষয়টি দেখবে মুখ্যসচিবের নেতৃত্বাধীন টাস্কফোর্স। অর্থনৈতিক বিষয়টি দেখবে অর্থসচিবের নেতৃত্বাধীন টাস্কফোর্স। এনফোর্সমেন্টের বিষয়টি দেখবেন স্বরাষ্ট্রসচিবের নেতৃত্বাধীন টাস্কফোর্স।

উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের দায়িত্বে বিশেষজ্ঞ চিকিৎসক

উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের দায়িত্বে বিশেষজ্ঞ চিকিৎসক

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পরিস্থিতির মোকাবিলায় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের দায়িত্ব দেওয়া হয়েছে এসএসকেএম-এর বিশেষজ্ঞ চিকিৎসক গোপালকৃষ্ণ ঢালিকে। সরকারের অনুরোধে ওই চিকিৎসক উত্তরবঙ্গে থাকবেন। এছাড়াও বৃহস্পতিবার উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে যাচ্ছেন চিকিৎসক অভিজিৎ চৌধুরী। তিনি হাসপাতাল পর্যবেক্ষণ করে রিপোর্ট দেবেন।

বিশেষজ্ঞদের পরামর্শ

বিশেষজ্ঞদের পরামর্শ

সরকারের গঠিত বিশেষজ্ঞ চিকিৎসকদের কমিটি পরামর্শ দিয়েছে, আঞ্চলিকভাবে এবং জিওগ্রাফিক্যাল কোয়ারেন্টাইন করতে। তা যদি করা যায় তাহলে স্থানীয়স্তরে সংক্রমণ আটকানো যাবে।

রাজ্যে আক্রান্ত ৭১, মৃত ৫

রাজ্যে আক্রান্ত ৭১, মৃত ৫

বুধবার নবান্নে মুখ্যমন্ত্রী জানিয়েছেন রাজ্যে নতুন করে ২ জন আক্রান্ত হওয়ায়, আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছেন ৭১-এ। অন্যদিকে মৃতের সংখ্যা ৫ ই রয়েছে। মুখ্যমন্ত্রী বলেন এরমধ্যে ১১টি পরিবার থেকে রয়েছেন ৬১ জন। যা গড়ে পরিবার পিছু প্রায় ৬ জন করে। সামাজিক দূরত্ব মানা হয়নি বলেও এই পরিস্থিতি, বলেছেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বেলেঘাটা আইডিতে ১৬ জনের চিকিৎসা চলছে। এঁদের মধ্যে ৫ জনকে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

English summary
CM Mamata Banerjee announces to formed three task force to fight coronavirus
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X