For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রেড রোডে অনন্য কীর্তি পুলিশের, ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভারতবর্ষের ৭৩তম স্বাধীনতা দিবস উপলক্ষে মহড়া বসেছিল রেড রোডে। অনুষ্ঠিত হচ্ছিল স্বাধীনতা দিবসের অনুষ্ঠান।

  • |
Google Oneindia Bengali News

ভারতবর্ষের ৭৩তম স্বাধীনতা দিবস উপলক্ষে মহড়া বসেছিল রেড রোডে। অনুষ্ঠিত হচ্ছিল স্বাধীনতা দিবসের অনুষ্ঠান। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য বিশিষ্ট অতিথিবর্গ। সকাল থেকেই বৃষ্টি। রাস্তাও ছিল পিচ্ছিল। এইরকম বর্ণাঢ্য শোভাযাত্রায় যোগ দিয়েছিল কলকাতা পুলিশের বিশেষ মোটর সাইকেল টিম 'টর্নেডোজ'-ও।

রেড রোডে অনন্য কীর্তি পুলিশের, ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা মুখ্যমন্ত্রীর

পিচ্ছিল রাস্তার মধ্যে মধ্যে মোটর বাইকের কসরত দেখানো প্রায় অসম্ভবকে টিম 'টোর্নেডোজ'-এর ৪৬ জন সদস্যের সম্ভব করে দেখান। দুঃসাহসী সব কার্যকলাপ তাঁদের সহজাত। তাই, এমন প্রতিকূল পরিস্থিতির মধ্যেই বাইক নিয়ে তাঁদের অবিশ্বাস্য সব কসরত ও স্টান্ট মুগ্ধ করে দিল উপস্থিত সবাইকেই।

আর সেই মুগ্ধতার পুরস্কার স্বরূপ কলকাতা পুলিশের মোটর সাইকেল টিম 'টর্নেডোজ'-এর অবিশ্বাস্য প্রদর্শনী দেখে টিমের সদস্যদের জন্য ৫০,০০০ টাকা আর্থিক পুরষ্কার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

'টর্নেডোজ'-এর জন্ম ২০১৮-র মার্চে। মানসিক ও শারীরিক অত্যন্ত সমর্থ ও শক্তিশালী ৪৬ জন যুবক-যুবতীকে বেছে নেওয়া হয়ছিল টিম 'টর্নেডোজ'-এর সদস্য হিসেবে। তারপর, কলকাতার পুলিশ ট্রেনিং স্কুলে চলেছে অত্যন্ত কঠিন প্রশিক্ষণ। দক্ষতায়, ক্ষিপ্রতায় চাবুক হয়ে উঠেছে 'টর্নেডোজ'-এর প্রত্যেকেই। সঙ্গে অতুলনীয় সাহস, অসম্ভবকে সম্ভব করে তোলার জেদ।

English summary
CM Mamata Banerjee announces rs 50 thousand reward for police team
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X