For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নবান্নে 'বৈপ্লবিক কর্মসূচি'র ঘোষণা মমতার! করোনা মোকাবিলায় পশ্চিমবঙ্গে হবে সেন্টিনেল সার্ভে

নবান্নে 'বৈপ্লবিক কর্মসূচি'র ঘোষণা মুখ্যমন্ত্রীর! করোনা মোকাবিলায় পশ্চিমবঙ্গে হবে সেন্টিনেল সার্ভে

  • |
Google Oneindia Bengali News

নবান্ন থেকে মুখ্যমন্ত্রী এদিন 'বৈপ্লবিক কর্মসূচি'র ঘোষণা করেছেন। কর্মসূচির নাম মাটির সৃষ্টি প্রকল্প। অনুর্বর জমিকে কাজে লাগিয়ে উর্বর করার নাম দেওয়া হয়েছে মাটির সৃষ্টি। অন্যদিকে রাজ্যে করোনা মোকাবিলায় সেন্টিনেল সার্ভে করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ভারতে এই ধরনের সার্ভে কোনও রাজ্যে প্রথম বলেও দাবি করেছেন মুখ্যমন্ত্রী।

আড়াইলক্ষ মানুষের কর্ম সংস্থানের ব্যবস্থা

আড়াইলক্ষ মানুষের কর্ম সংস্থানের ব্যবস্থা

মুখ্যমন্ত্রী এদিন নবান্নে জানিয়েছেন, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুর জেলার রুক্ষ, অনুর্বর ও পতিত জমিকে কাজে লাগিয়ে আড়াইলক্ষ কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। মুখ্যমন্ত্রী জানান, শুভেন্দু অধিকারীর জলসম্পদ দফতর এই প্রকল্পে নোডাল হিসেবে কাজ করবে।

 'মাটির সৃষ্টি' নাম দিয়েছেন মুখ্যমন্ত্রী

'মাটির সৃষ্টি' নাম দিয়েছেন মুখ্যমন্ত্রী

বিভিন্ন নতুন প্রকল্পে নামকরণের মতো এই প্রকল্পের নামকরণ করেছেন মুখ্যমন্ত্রী। ছটি জেলার প্রায় ৫০ হাজার হেক্টর জমি এই প্রকল্পের আওতায় আসবে। এই জেলাগুলিতে অনেক পতিত জমি রয়েছে। কিন্তু মাটি কৃষিকাজের পক্ষে উপযুক্ত নয়। কিন্তু এই প্রকল্পের মাধ্যমে পরিকল্পিত ভাবে হর্টিকালচার এবং অন্যান্য ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটি যেমন মাছ চাষ, পশুপালন ইত্যাদির কনভার্জেন্সের মাধ্যমে এখান মানুষের রোজগার বাড়ানোর কাজ শুরু হয়েছে। ইতিমধ্যেই প্রায় সাড়ে ছয় হাজার একর পতিত জমির জন্য প্রায় সাড়ে পাঁচশো মাইক্রো প্ল্যান তৈরি হয়ে গিয়েছে।

কোঅপারেটিভ সোসাইটি তৈরি করে কাজ

কোঅপারেটিভ সোসাইটি তৈরি করে কাজ

স্থানীয় চাষীদের ১০ একর থেকে ২০ একর পতিত জমিকে একসঙ্গে নিয়ে এবং এর সঙ্গে সরকারি খাস জমিকে যুক্ত করে এলাকা ভিত্তিক মাইক্রো প্ল্যান তৈরি করা হবে। কৃষকদের নিয়ে কোঅপারেটিভ সোসাইটি তৈরি করা হবে। কোঅপারেটিভ ব্যাঙ্ক থেকে ফান্ডিং সাপোর্ট দেওয়া হবে। মূলত ১০০ দিনে কাজের মাধ্যমে এই প্রকল্প রূপায়ন করা হবে।

 শুরু করা হবে সেন্টিনেল সার্ভে

শুরু করা হবে সেন্টিনেল সার্ভে

রাজ্যে করোনার গতিপ্রকৃতি নির্ধারণে, ভিন রাজ্য থেকে আসা এবং এরাজ্যের মানুষদের ওপর করোনার প্রভাব বিশ্লেষণের জন্য বাংলায় সেন্টিনেল সার্ভে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। দেশের মধ্যে বাংলাতেই প্রথম এই ধরনের সার্ভে করহা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

করোনা দুর্যোগের মধ্যেও কর্মীদের পাশে রাজ্য সরকার! মুখ্যমন্ত্রীর এক ঘোষণায় বাহবা বিভিন্ন মহলেকরোনা দুর্যোগের মধ্যেও কর্মীদের পাশে রাজ্য সরকার! মুখ্যমন্ত্রীর এক ঘোষণায় বাহবা বিভিন্ন মহলে

English summary
CM Mamata Banerjee announces matir sristi project and Centinel Survey. Matir Sristi Project will be for Jungle Mahal and Centivel Survey for Coronavirus.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X