লাদাখ সংঘর্ষে শহীদ দুই বাঙালি জওয়ানের পরিবারের জন্য ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা মুখ্যমন্ত্রীর
সোমবার লাদাখ সীমান্তে ভারত-চিন সংঘর্ষে ২০ জন ভারতীয় শহীদের তালিকায় ছিলেন বাংলার দুই সেনাও। এর মধ্যে মৃত জওয়ান রাজেশ ওরাংয়ের বাড়ি বীরভূমের বেলগোরিয়ায়। অন্য আর এক মৃত জওয়ান বিপুল রায়ের বাড়ি আলিপুরদুয়ারের বিন্দিপাড়ায়। এদিন, নিহত এই দুই সেনার পরিবারের এক সদস্যকে সরকারি চাকরি সহ পরিবার পিছু ৫ লক্ষ টাকা করে দেওয়া হবে বলে জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় একটি টুইটার বার্তায় জানান, "গালওয়ান উপত্যকায় বীর শহীদদের পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা রইল। বাংলার দুই জওয়ানের মৃত্যুতে আমি গভীর ভাবে শোকাহত"। ক্ষতিপূরণ ঘোষণার পর তিনি আরও বলেন, " যদিও শহীদদের পরিবারের এই সর্বোচ্চ ত্যাগের ক্ষতিপূরণ কিছুই হতে পারেনা"।

এদিকে লাদাখ সীমান্তের গালওয়ান উপত্যকায় চিন-ভারত সংঘর্ষের জেরে সারা দেশজুড়েই উত্তেজনার আবহ। প্রায় ৪৫ বছর পর ভারত-চীন সীমান্তে সংঘর্ষ এমন ভয়াবহ আকার ধারণ করে। ভারতে ২০ জন শহীদের পাশাপাশি, লালফৌজেও ৩৫ জন হতাহত হয়েছেন বলে জানা যাচ্ছে। যদিও দেশের পররাষ্ট্র মন্ত্রক এই সংঘর্ষের জন্য চিনকেই দায়ী করেছে। বিগত কয়েক দশকের মধ্যে প্রথমবার চিন গালওয়ান নদী উপত্যকা অঞ্চলকে নিজেদের বলে দাবী করাতেই উত্তেজনা তৈরি হয়।

মমতাকে সাফল্য দিতে একুশের অঙ্ক কষছেন পিকে, বিজেপির ভোট-ভাগ দেখে 'শক্তি’ প্রয়োগ