For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

১৫ দিনের বকেয়া টাকা না মিটিয়েই শিলিগুড়িতে বন্ধ হল চা বাগান, ক্ষোভ কর্মীদের মধ্যে

‌মঙ্গলবার সকালে ফের বন্ধ হয়ে গেল শিলিগুড়ির ফাঁসিদেওয়া ব্লকের ভোজনারায়ন চা বাগান। কাজ খোয়ালেন প্রায় ১১০০ জন কর্মী। চা বাগানের মালিক ১৫ দিনের বকেয়া টাকা না মিটিয়েই পালিয়ে গিয়েছেন।

  • |
Google Oneindia Bengali News

আবারও এক চা বাগান বন্ধ হয়ে গেল। শিলিগুড়ি ফাঁসিদেওয়া ব্লকের ভোজনারায়ন চা বাগান মঙ্গলবার সকাল থেকে বন্ধ করে দেওয়া হয়। আজ সকালে কর্মীরা কাজে যোগ দিতে এসে দেখে চা ফ্যাক্টরির দরজায় তালা দেওয়া রয়েছে। তা দেখার পর কর্মীদের মাথায় হাত পরে যায়। এরপরই চা বাগানের গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পরে।

১৫ দিনের বকেয়া টাকা না মিটিয়েই শিলিগুড়িতে বন্ধ হল চা বাগান, ক্ষোভ কর্মীদের মধ্যে

তবে চা বাগানের মালিক পালিয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। এই ফ্যাক্টরি বন্ধ হয়ে যাওয়ার ফলে অসুবিধায় পড়েছে এখানে কর্মরত প্রায় ১১০০ জন কর্মী। তাঁদের অভিযোগ, ফ্যাক্টরির প্রত্যেক সপ্তাহে টাকা দেওয়ার কথা কিন্তু তাঁরা নিয়মিত ভাবে সাপ্তাহিক টাকা না দিয়ে ১৫ দিন অন্তর টাকা দিতেন। সেই টাকাও কর্মীরা সঠিকভাবে পেতেন না বলে জানিয়েছেন। এছাড়াও ফ্যাক্টরির কোনো রকম সুযোগ-সুবিধা তাঁরা পান না।

কর্মীদের অভিযোগ, ১৫ দিনের বকেয়া বেতন না দিয়ে পালিয়ে গিয়েছে মালিক। গত শনিবার তাদের ২ সপ্তাহের বেতন দেওয়ার কথা ছিল কিন্তু সেই বেতন না দিয়ে বিনা নোটিশে তালা ঝুলিয়ে দেওয়া হয় ফ্যাক্টরিতে। এর ফলে অসুবিধায় পড়তে হয়েছে এলাকার শ্রমিকদের। তবে ফ্যাক্টরি কয়েকদিনের মধ্যে না খুললে বৃহত্তর আন্দোলনে যাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন কর্মীরা। যদি ফ্যাক্টরি না চালাতে পারে তাহলে বিক্রি করে অন্য কোন মালিক কে আনা হোক এই দাবিও তাঁরা করেছেন।

English summary
Close tea garden, at siligudi, jobless 1100 workers, due their 15 days salary
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X