For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গুরুং ঘনিষ্ট মোর্চার অ্যাকশন স্কোয়াড নেতা গ্রেফতার

বিস্ফোরক ও অস্ত্র মজুত করা সহ দেশদ্রোহিতার অভিযোগের ভিত্তিতে একাধিক মামলা ছিল গুরুং ঘনিষ্ঠ মোর্চা নেতা রয়াল রাইয়ের বিরুদ্ধে।

  • |
Google Oneindia Bengali News

বিস্ফোরক ও অস্ত্র মজুত করা সহ দেশদ্রোহিতার অভিযোগের ভিত্তিতে একাধিক মামলা ছিল গুরুং ঘনিষ্ঠ মোর্চা নেতা রয়াল রাইয়ের বিরুদ্ধে। আর ওই সমস্ত মামলায় ৩২ বছরের রয়ালকে গতকাল নিজের বাড়ি থেকে গ্রেফতার করেছে কালিম্পং পুলিশ। উল্লেখ্য, মোর্চার প্রাক্তন জিটিএ সভাসদ তথা বিমল গুরুংয়ের অ্যাকশন স্কোয়াডের নেতা দাওয়া লেপচার ছায়াসঙ্গী ছিল এই রয়াল রাই।

গুরুং ঘনিষ্ট মোর্চার অ্য়াকশন স্কোয়াড নেতা গ্রেফতার

একাধিক ঘটনায় অভিযুক্ত রয়ালকে বহুদিন ধরে খুঁজছিল পুলিশ। এদিকে, পুলিশের নজর থেকে বাঁচতে বিভিন্ন জায়গায় গা ঢাকা দিতে থাকে মোর্চার অ্য়াকশন স্কোয়াডের এই নেতা। শেষমেশ বৃহস্পতিবার রয়ালকে পেডং সাকিয়ং এলাকায় তার বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। এরপর তাকে কালিম্পং আদালতে পেশ করা হলে দশ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়। প্রসঙ্গত, গত বছর মোর্চার অগ্নিগর্ভ আন্দোলনে উত্তপ্ত হয়ে ওঠে পাহাড়। সেই সময় ওএকটি বাড়িতে প্রচুর বিস্ফোরক মজুত রাখার খবর পায় পুলিশ। সেই অস্ত্র ও বিস্ফোরক মজুত রাখার ঘটনায় মোর্চা নেতা বিমল গুরুং , দাওয়া লেপচা সহ অনেকের বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলা রুজু করা হয়। সেই ঘটনায় রয়ালের গ্রেফতারি সহ ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ জনে।

পুলিশ সূত্রের দাবি, রয়াল যে নিজের বাড়িতে লুকিয়ে রয়েছে, তা সূত্র মারফৎ খবর পায় কালিম্পং পুলিশ। সেই খবর অনুযায়ী চলে তল্লাশি অভিযান। গ্রেফতার হয় রয়াল। এবার রয়ালকে জেরা করে দাওয়া লেপচাকে গ্রেফতার করার লক্ষ্যে রয়েছে পুলিশ। গতবছর পাহাড়ের অগ্নিগর্ভ পরিস্থিতি ঘিরে বিমল গুরুং সহ একাধিক মোর্চা নেতার বিরুদ্ধে মামলা রয়েছে। আর এই সমস্ত নেতাদের ধরতে রয়ালের গ্রেফতার প্রাসঙ্গিক হয়ে উঠেছে।

English summary
close associate of Bimal Gurung Morcha Leader Royal Rai arrested.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X