For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মাধ্যমিক ২০১৪-র ফল প্রকাশ, কলকাতায় পাসের হার ৯০.৮৬ শতাংশ

Google Oneindia Bengali News

মাধ্যমিক ২০১৪-র ফল প্রকাশ আজ,বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে
কলকাতা, ২২ মে : ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (ডব্লুবিবিএসই) বোর্ডের দশম শ্রেণী তথা মাধ্যমিকের ফল প্রকাশ হবে সকাল ৯টায়। ছাত্রছাত্রীরা নিজেদর ফল জানতে পারবেন wbresults.nic.in, http://results.banglarmukh.gov.in/, wbbse.org, www.calcuttatelephones.com এই ওয়েবসাইটগুলির মাধ্যমে । তবে ওয়েবসাইটে ফল জানা যাবে ১০ টা থেকে। অথবা ফল জানা যাবে এসএমএস-এও। এসএমএস-এ ফল জানতে হলে WB10ROLL NUMBER টাইপ করে ৫৬২৬৩ বা ৫৪২৪২ নম্বরে পাঠিয়ে দিলেই হবে।

(এই বিষয়ে আরও পড়ুন : রাত পোহালেই মাধ্যমিকের ফল প্রকাশ, তীব্র উৎকন্ঠায় পরীক্ষার্থীরা)

সকাল ১০টা ১৫ মিনিট : কলকাতা থেকে ষষ্ঠ স্থান পেয়েছে কলকাতা। কলকাতার নবনালন্দা স্কুলের ছাত্র অর্ঘ্য মাইতি।

সকাল ৯ টা ৪৭ মিনিট : মেয়েদের মধ্যে প্রথম হয়ে প্রতিক্রিয়া জানালেন বীথি মণ্ডল। বললেন, "এই ফলে অত্যন্ত খুশি হয়েছি। ভেবেছিলাম প্রথম ১৫-র মধ্যে থাকব, কিন্তু একেবারে যে তৃতীয় হব ভাবিনি। টেস্ট পরীক্ষায় যেখানে ৬৬৭ নম্বর পেয়েছিলাম, সেখানে নম্বর বেড়ে হয়েছেন ৬৮০। পরীক্ষা শেষ হওয়ার পরই মা বলেছিলেন আমার প্রাপ্ত নম্বর ৬৮০ হবে। মায়ের কথাই রয়ে গেল। তবে মাধ্যমিকের ফলের চেয়েও উচ্চমাধ্যমিকে আরও ভালও ফল করতে হবে এই টার্গেট নিয়েই এগোব। বিজ্ঞান নিয়েই পড়াশোনা করব। তার পরে অবশ্য এখনও কিছু ভাবিনি।"

সকাল ৯টা ১৭ মিনিট : প্রথম হয়েছেন হুগলি থেকে অর্ণব মল্লিক। তিনি কামারপুকুর আর কে মিশন স্কুলের ছাত্র। মোট ৭০০ নম্বরের মধ্যে ৬৮২ নম্বর পেয়ে এককভাবে প্রথম হয়েছেন।

দ্বিতীয় হয়েছেন অনিরুদ্ধ সরকার বর্ধমান থেকে। তিনি কাটোয়া কাশীরামদাশ ইনস্টিটিউশনের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৬৮১ নম্বর। অনিরুদ্ধ সরকারও এককভাবে দ্বিতীয় হয়েছেন।
উত্তর দিনাজপুর ইসলামপুর হাইস্কুল থেকে প্রীতম দাস ও বসিরহাটের হরিমোহন দালাল হাইস্কুলের ছাত্রী বীথি মণ্ডল যুগ্মভাবে তৃতীয় স্থান পেয়েছেন।
মেয়েদের মধ্যে প্রথম হয়েছেন বীথি।

সকাল ৯ টা ১৫ মিনিট : প্রথম ১০ মেধা তালিকা প্রকাশ মধ্যশিক্ষা পর্যদের। এবারে প্রথম ১০-এ রয়েছেন ৫৪ জন। ছেলেদের পাশের হার ৮৫.৮৮ শতাংশ। ছাত্রীদের ক্ষেত্রে সেই সংখ্যাটা শতকরা ৭৮.৮৭।

সকাল ৯ টা ১০ মিনিট : ২০১৫ সালে ২৩ ফেব্রুয়ারি মাধ্যমিক পরীক্ষা শুরু হবে।

সকাল ৯টা ০৮ মিনিট : মধ্যশিক্ষা পর্ষদের তরফে জানানো হল ৮,৩৭,৮৪২ ছাত্রছাত্রী পাস করেছেন। আগের বারের থেকে পাসের হার বেড়ে হয়েছে ৮২.২৪ শতাংশ।

সকাল ৯ টা : সাংবাদিক সম্মেলন করে মাধ্যমিকের ফল প্রকাশ মধ্যশিক্ষা পর্ষদের প্রশাসক কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের। মাধ্যমিকে কলকাতায় পাশের হার ৯০.৮৬ শতাংশ। পূর্ব মেদিনীপুর সাফল্যের হারের দিক থেকে শীর্ষে। ৯৫.০৪ শতাংশ পাশের হার পূর্ব মেদিনীপুরে। হুগলিতে পাসের হার ৮৬ শতাংশ। এছাড়াও পাসের হার উত্তর ২৪ পরগনায় ৮৮.৮৫ শতাংশ,হাওড়ায় ৮৬.৫৭ শতাংশ, পশ্চিম মেদিনীপুর ৮৬.৪২ শতাংশ।

English summary
Click here for Madhyamik Results 2014
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X