For Quick Alerts
For Daily Alerts
মা ঘরে ঢুকতেই দেখেন মেয়ের রক্তাক্ত , অর্ধনগ্ন দেহ! কালনার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য
পূর্ব কালনার সিঙ্গারকোন এলাকায় ঘটে গিয়েছে এক ভয়বহ কাণ্ড। বৃহস্পতিবার সেখানে এক বাড়িতে ঢুকে দুষ্কৃতীরা এক নাবালিকাকে ধর্ষণ করে কুপিয়ে খুন করার চেষ্টা করে বলে অভিযোগ। গোটা ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য এলাকায়।

বৃহস্পতিবার স্কুলে যায়নি দশম শ্রেণির পড়ুয়া সেই বালিকা। এরপরই মেয়েকে বাড়িতে রেখে বেড়িয়ে যান তার মা। পেশায় পরিচারিকা মা বাড়িতে ঢুকতেই দেখেন রক্তাক্ত , অর্ধনগ্ন অবস্থায় ,বিছানায় পড়ে রয়েছে মেয়ে। মুহূর্তে চমকে ওঠেন মহিলা। প্রতিবেশীরা তড়িঘড়ি মেয়েটিকে নিয়ে যায় হাসপাতালে। কালনা মহকুমা হাসপাতালে তাকে ভর্তি করা হয়।
যদিও হাসপাতালেও তার শারীরিক অবস্থার কোনও উন্নতি হয়নি। অভিযোগ দুষ্কৃতীরা তাকে ধর্ষণ করে খুন করতে চেয়েছিল। ঘটনা ঘিরে তদন্তে নেমেছে কালনা থানার পুলিশ।