শহরের প্রাণ কেন্দ্রে বেআইনি নির্মাণে প্রোমোটিং হস্তক্ষেপ, রণক্ষেত্র রাজাবাজার
শহরের প্রাণ কেন্দ্রে বেআইনী নির্মাণে প্রমোটিং হস্তক্ষেপ নিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষে রণক্ষেত্র রাজাবাজার। ঘটনায় গুরুতর জখম দুই ব্যক্তি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় র্যাফ নামানো হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, বেআইনি নির্মাণের জন্য বন্ধ রয়েছে নির্মাণ কাজ। যার জেরে টাকা ফেরত দিচ্ছিলেন না এলাকারই এক প্রোমোটার। আবার জমিও ছাড়ছিলেন না বলে অভিযোগ। এই নিয়ে গণ্ডগোলের সূত্রপাত।

ররিবার মধ্যরাতে তা বড় আকার ধারণ করে। জমি অথবা টাকা চাওয়ায় অভিযুক্ত প্রোমোটার দলবদল এনে স্থানীয় কয়েকজনের উপর চড়াও হয়। ধারাল অস্ত্রের কোপ মারা হয় একজনকে। হামলার প্রতিবাদে শুরু হয়ে যায় পথ অবরোধ।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। সংঘর্ষ যাতে আশেপাশের এলাকায় ছড়িয়ে না পড়ে, সেকথা মাথায় রেখে কেশবচন্দ্র স্ট্রিটে সাময়িকভাবে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। নামানো হয় র্যাফ। জখমদের স্থানীয় হাসপাতালে পাঠায় পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার পর থেকেই প্রোমোটার পলাতক। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও এলাকা এখনও থমথমে। পুলিশ পিকেট বসানো হয়েছে।
