For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পঞ্চায়েতে বোর্ড গঠন ঘিরে বিজেপি-তৃণমূল সংঘর্ষ! গুলিতে বিজেপি কর্মীর মৃত্যুর অভিযোগ

পঞ্চায়েতের বোর্ড গঠনকে ঘিরে সকাল থেকেই উত্তপ্ত পুরুলিয়া। জেলার রঘুনাথপুর, জয়পুরে দুদলের সংঘর্ষ হয়। জয়পুরে এক বিজেপি কর্মীর মৃত্যু হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

পঞ্চায়েতের বোর্ড গঠনকে ঘিরে সকাল থেকেই উত্তপ্ত পুরুলিয়া। জেলার রঘুনাথপুর, জয়পুরে দুদলের সংঘর্ষ হয়। জয়পুরে এক বিজেপি কর্মীর মৃত্যু হয়েছে। বিজেপি নেতা সায়ন্ত্বন বসুর দাবি পুলিশের গুলিতে জয়পুরে দুই বিজেপি কর্মীর মৃত্যু হয়েছে। প্রশাসনের বিরুদ্ধে তৃণমূলকে পঞ্চায়েত বোর্ড পাইয়ে দেওয়ার অভিযোগ করেছেন তিনি।

পঞ্চায়েতে বোর্ড গঠন ঘিরে বিজেপি-তৃণমূল সংঘর্ষ! গুলিতে বিজেপি কর্মীর মৃত্যুর অভিযোগ

সকাল থেকেই রণক্ষেত্র পুরুলিয়ার জয়পুর। মূলত ঘাগড়ায় পঞ্চায়েত বোর্ড গঠনকে ঘিরে উত্তেজনা ছড়ায়। এক বিজেপি কর্মীর মৃত্যু হয়েছে। মাথায় ইটের আঘাতে সাতুড়ি থানার এএসআই নারায়ণ মুখোপাধ্যায় গুরুতর আহত হন। তাঁকে পুরুলিয়া সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

[আরও পড়ুন: ১৩টি সংস্থার ডিরেক্টর! জানেনই না দিল্লির সেলস এক্সিকিউটিভ, পেলেন আইটির নোটিশ][আরও পড়ুন: ১৩টি সংস্থার ডিরেক্টর! জানেনই না দিল্লির সেলস এক্সিকিউটিভ, পেলেন আইটির নোটিশ]

বোর্ড গঠন ঘিরে সকাল থেকে রঘুনাথপুরেও ব্যাপক বোমাবাজি হয় বলে জানা গিয়েছে।
জয়পুর কিংবা রঘুনাথপুর, দুই জায়গাতেই বিজেপি ও তৃণমূল একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছে।

[আরও পড়ুন: মোদীর শিক্ষানীতি ও ভর্তি দুর্নীতির প্রতিবাদ! আক্রান্ত যাদবপুর-প্রেসিডেন্সির পড়ুয়ারা][আরও পড়ুন: মোদীর শিক্ষানীতি ও ভর্তি দুর্নীতির প্রতিবাদ! আক্রান্ত যাদবপুর-প্রেসিডেন্সির পড়ুয়ারা]

বিজেপি নেতা সায়ন্ত্বন বসু জানিয়েছেন, জয়পুরে চারটির মধ্যে তিনটি পঞ্চায়েতে সংখ্যাগরিষ্ঠ ছিল বিজেপি। এর মধ্যে দুটিতে বিজেপি বোর্ড গঠন করে। কিন্তু অপর একটিতে বোর্ড গঠনের সময় বিজেপির প্রধানকে সরিয়ে তৃণমূলের প্রধানের নাম ঘোষণা করা হয় প্রশাসনের তরফে। এমনটাই অভিযোগ করেছেন সায়ন্ত্বন বসু। এইসময় কয়েকশো বিজেপি কর্মী ঘটনাস্থল ঘেরাও করে রাখেন। ঘেরাও তুলতে পুলিশ গুলি চালায়। সেই গুলিতেই দুই বিজেপি কর্মীর মৃত্যু হয়েছে বলে দাবি সায়ন্ত্বন বসুর। বোর্ড গঠনের সময় রঘুনাথপুরে বিজেপিকে বাধা দেওয়ার অভিযোগ করেছেন তিনি।

[আরও পড়ুন:উলটপুরান! এবার আরএসএসের সভায় আমন্ত্রণ পেতে চলেছেন রাহুল গান্ধী][আরও পড়ুন:উলটপুরান! এবার আরএসএসের সভায় আমন্ত্রণ পেতে চলেছেন রাহুল গান্ধী]

English summary
Clash between BJP and TMC in different places of Purulia on Panchayat board formation
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X