For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আরাবুলের বিরুদ্ধে লড়াই করা প্রার্থীকেই অপহরণ, রাস্তা অবরোধ, ভাঙড়ে অব্যাহত হিংসা

পঞ্চায়েত নির্বাচনের ভোটগ্রহণকে ঘিরে উত্তপ্ত ভাঙড়। দফায় দফায় সংঘর্ষে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

Google Oneindia Bengali News

পঞ্চায়েত নির্বাচনের ভোটগ্রহণকে ঘিরে উত্তপ্ত ভাঙড়। দফায় দফায় সংঘর্ষে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। রবিবারই জমি রক্ষা কমিটি অভিযোগ জানিয়েছিল যে আরাবুল পুলিশ লকআপের মধ্যে থেকেই ভোটগ্রহণের দিনের সব ছক রচনা করছেন। কিন্তু, তাদের এই প্রতিবাদে কোনও ফল হয়েছে বলে মনে হচ্ছে না। কারণ, সোমবার ভোররাত থেকেই দফায় দফায় সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে ভাঙড়। এরমধ্যে জমি রক্ষা কমিটি তাঁদের প্রার্থীকে অপহরণের অভিযোগ করে। শফিকুল মোল্লা নামে জমি রক্ষা কমিটির ওই সদস্য নির্দল হিসাবে আরাবুল ইসলামের বিরুদ্ধে প্রার্থী হয়েছিলেন।

আরাবুলের বিরুদ্ধে লড়াই করা প্রার্থীকেই অপহরণ, রাস্তা অবরোধ, ভাঙড়ে অব্যাহত হিংসা

এমনকী অভিযোগ গাজিপুরের একাধিক বুথে ছাপ্পা ভোট দেওয়ার চেষ্টা করে আরাবুলের লোকজন। কিন্তু, পাল্টা প্রতিরোধ গড়ে তোলে জমি রক্ষা কমিটি। ফেল রণে ভঙ্গ দেয় আরাবুল বাহিনী। অভিযোগ, মাছিভাঙা মোড়েও আরাবুলের লোকজন ব্যাপক বোমাবাজি করে। গাজিপুরের বিভিন্ন এলাকাতেও হয় বোমাবাজি। খামারআইটের পাশেও বোমাবাজি চলে।

পুলিশি নিস্ক্রিয়তার অভিযোগে শেষপর্যন্ত নতুনহাট মোড়ে অবস্থান অবরোধে বসে জমি রক্ষা কমিটি। রাস্তার উপরে টিন-বাঁশ ফেলে চলে অবরোধ। একই ছবি দেখা দেয় ভাঙড় ১ নম্বর ব্লকের বিভিন্ন এলাকায়। পঞ্চায়েতের সন্ত্রাস এবং আরাবুল বাহিনীর মোকাবিলায় পুলিশ সক্রিয় না হলে অবস্থান চলবে বলে জানিয়ে দেন জমি রক্ষা কমিটির এক নেতা। প্রয়োজনে তারা ভোট বয়কট করবেন বলেও জানিয়ে দেয় জমি রক্ষা কমিটি।

English summary
Bhangar is unrest again on the voting day in Panchayat Election. Police have fired tear gas to control the situation.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X