For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রাণ বাঁচাতে কার্নিশে ঝুলল সিভিক ভলান্টিয়ার, কী বলল তাঁরা, দেখুন ভিডিও

সিভিক ভলান্টিয়ারদের মারধরে স্কুটার আরোহীর মৃত্যুর অভিযোগে রণক্ষেত্র মধ্যমগ্রাম। জনরোষ থেকে বাঁচতে প্রথমে মধ্যমগ্রামের চৌমাথার শৌচাগারে আশ্রয় নেন সিভিক ভলান্টিয়াররা। পরে তাঁরা পাশের বাড়ির কার্নিশে

  • |
Google Oneindia Bengali News

সিভিক ভলান্টিয়ারদের মারধরে স্কুটার আরোহীর মৃত্যুর অভিযোগে রণক্ষেত্র মধ্যমগ্রাম। জনরোষ থেকে বাঁচতে প্রথমে মধ্যমগ্রামের চৌমাথার শৌচাগারে আশ্রয় নেন সিভিক ভলান্টিয়াররা। পরে তাঁরা পাশের বাড়ির কার্নিশে উঠে যান।

প্রাণ বাঁচাতে কার্নিশে ঝুলল সিভিক ভলান্টিয়ার, কী বলল তাঁরা, দেখুন ভিডিও

ছবিতে দেখা যাচ্ছে কার্নিশে ঝুলছেন এক সিভিক ভলান্টিয়ার। নিচেও দেখা যাচ্ছে একজনকে। জনরোষ থেকে বাঁচতে প্রথমে শৌচাগারে আশ্রয় নেন সিভিক ভলান্টিয়াররা। পরে পাশের বাড়ির কার্নিশে আশ্রয়।

কার্নিশেও পৌঁছে যান স্থানীয় বাসিন্দারা। সেখানে গিয়ে ক্ষুব্ধ জনতা বলতে থাকে, সব ছবি তোলা হচ্ছে। তাঁরা বলেন পালিয়ে যাস না, কোথায় মেরেছিস বল। জবাবে কার্নিশে ঝুলে থাকা সিভিক ভলান্টিয়ার বলেন, তিনি মারেননি। ঝুলতে থাকা সিভিক ভলান্টিয়ার জানান, তাঁরা তিনজন ডিউটিতে ছিলেন। ঘটনাস্থলে আতাউর, সৌমেন রায় ডিউটিতে ছিলেন। কার্নিশে ঝুলতে থাকা সিভিক ভলান্টিয়ার জানায়, সে ছিল চৌমাথার মাঝখানে। সেখানে দাঁড়িয়ে থাকা জনৈক অশোকদা সব বলতে পারবে বলে জানায় ওই সিভিক ভলান্টিয়ার।

পরে পুলিশ মারধরে স্কুটার আরোহীর মৃত্যুর ঘটনায় গ্রেফতার করে সৌমেন রায় নামে সিভিক ভলান্টিয়ারকে। বাকি সিভিক ভলান্টিয়ারদেরও উদ্ধার করে পুলিশ। তাঁদেরকেও আটক করে চলে জিজ্ঞাসাবাদ।

English summary
Civic volunteers on duty takes shelter on the near by building top in Madhyamgram
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X