For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ষড়যন্ত্রকারী অমিত শাহ, শীতলকুচির গুলি চালনার ঘটনা তদন্ত করবে সিআইডি

ষড়যন্ত্রকারী অমিত শাহ। দিল্লির নির্দেশে এদিন এই ঘটনা ঘটেছে। শিলিগুড়িতে বসে এদিন বিস্ফোরক অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। একই সঙ্গে শীতলকুচির ঘটনায় কে বা কারা দোষী তা তদন্ত করবে সিআইডি। শিলিগুড়িতে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

  • |
Google Oneindia Bengali News

শীতলকুচির ঘটনায় উত্তাল রাজ্য-রাজনীতি। সাত সকালে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃত্যু হল চারজনের। মৃত চারজন নিজেদের সমর্থক বলে দাবি শাসকদল তৃণমূলের। এই ঘটনায় ইতিমধ্যে কেন্দ্রের দিকে আঙুল তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, দিল্লির নির্দেশে এই ঘটনা ঘটেছে। যদিও পুলিশের তরফে জানানো হয়েছে যে প্রাণ বাঁচাতেই গুলি চালাতে হয়েছে। এর মধ্যে অন্য কোনও কারন নেই। তবে তা বিশ্বাস করতে নারাজ মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনায় বড়সড় সিদ্ধান্ত তাঁর।

সিআইডি তদন্তের হুঁশিয়ারি

সিআইডি তদন্তের হুঁশিয়ারি

ঘটনার পরেই সব কাজ ফেলে শিলিগুড়ি উড়ে যান মমতা বন্দ্যপাধ্যায়। সেখানে সংবাদমাধ্যমের মুখোমুখি হন। তাঁর হুঁশিয়ারি, বাহিনীর চালানো গুলিতে ৪ ব্যক্তির মৃত্যুর ঘটনা দেখবে সিআইডি। এই ঘটনায় কারা দোষী তা খুঁজে বের করবে বলে দাবি নেত্রীর। একই সঙ্গে এদিনের ঘটনা পুরোপুরি 'পূর্ব পরিকল্পিত' আখ্যা দিয়ে এর জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দিকে আঙুল তোলেন তিনি। মমতার দাবি, "আজকের ঘটনার জন্য অমিত শাহ দায়ি। উনি নিজে এই ঘটনার ষড়যন্ত্র করেছেন। উনি রোজ এই ষড়যন্ত্র করছেন। আমি বাহিনীকে দায়ি করি না কারণ তারা স্বরাষ্ট্রমন্ত্রী নির্দেশে চলে।"

কোচবিহারের পুলিশকে সরিয়েছে কমিশন

কোচবিহারের পুলিশকে সরিয়েছে কমিশন

গত কয়েকদিন আগেই কোচবিহারের পুলিশ সুপারকে সরিয়েছে নির্বাচন কমিশন। নিজেদের লোক বসিয়েছে। দিল্লির পুলিশ এই ধরনের ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ তাঁর। দাবি করেন, "এখানে অঘোষিতভাবে ৩৫৬ জারি করে কাজ করছে কমিশন। প্রথম এসেই ডিজিকে বদল করল। আমাকে জিজ্ঞাসা করেনি, বিজেপির কথায় নিজে বসিয়েছে। এডিজি আইনশৃঙ্খলাও বদলি করা হল। কোচবিহারে যে পুলিশ সুপার এসেছে সে কিন্তু আমাদের সুপারিশে নয়। নির্বাচন কমিশনের সুপারিশে। এবং পুরো ঘটনাটাই পরিকল্পনামাফিক ঘটানো হয়েছে।"

গভীর তদন্তে করে দেখা হবে

গভীর তদন্তে করে দেখা হবে

মানুষের মৃত্যু নিয়ে কোনও ছেলেখেলা নয়। কীভাবে মৃত্যু হল তা একেবারে গভীরে গিয়ে তদত করে দেখা হবে। যদিও এখন কমিশনের আওতায় পুলিশ। আমাকে বলবে আমি আচরণবিধি লঙ্ঘন করেছি। কিন্তু যেখানে মানুষের প্রাণ নিয়ে খেলা হয়, সেখানে আমি মনে করি মুখ্যমন্ত্রী হিসেবে আমার একটা করণীয় কিছু আছে। আমি সিআইডি তদন্ত করে দেখব কারা কীভাবে এটা করল

প্রধানমন্ত্রীকেও তীব্র আক্রমণ

প্রধানমন্ত্রীকেও তীব্র আক্রমণ

অমিত শাহের পাশাপাশি এই ঘটনায় প্রধানমন্ত্রীকেও একহাত নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়িতে নমোর সভার প্রসঙ্গ টেনে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "প্রধানমন্ত্রী বলছেন বাহিনী নাকি আত্মরক্ষায় গুলি চালিয়েছে। কে কোথায় আহত হয়েছে! আমি নন্দীগ্রামে বুঝতে পেরেছি এদের পরিকল্পনাটা। আবার লোক মেরে দেওয়ার পর আবার ক্লিনচিট দিচ্ছে! কোনও ঘটনা ঘটেনি। শান্তিপূর্ণ ভোটের মধ্যে অশান্তি করার চেষ্টা করা হয়েছে বলে এদিন একের পর এক অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

কালো ব্যাজ পরে প্রতিবাদ ব্লকে ব্লকে

কালো ব্যাজ পরে প্রতিবাদ ব্লকে ব্লকে

বনগাঁর সভা থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আগামিকাল রবিবার তিনি কোচবিহারে যাবেন। সেখানে সিআইএসএফ গুলি চালিেছে সেখানে যাবেন। মমতা বলেন, পঞ্চায়েত ভোটেও এত মৃত্যু হয়নি যা ঘটেছে বিধানসভা ভোটে। তীব্র আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আত্মরক্ষার্থে গুলি চালিয়েছে বলে নিজেেদর দায় এড়াতে চাইছে কেন্দ্রীয় বাহিনী মনও অভিযোগ করেছেন তিনি। রবিবারই রাজ্যজুড়ে প্রতিবাদে নামছে তৃণমূল কংগ্রেস। কালো ব্যাজ পরে প্রতিবাদ জানানো হবে বলে কর্মীদের নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের। রাজ্যের সর্বত্রই এই প্রতিবাদ হবে।

শীতলকুচির ঘটনা মমতার উস্কানিতে, প্রতিক্রিয়া সূর্য-সেলিমের! শান্তিপূর্ণ নির্বাচন করাতে ব্যর্থ কমিশন, বললেন অধীরশীতলকুচির ঘটনা মমতার উস্কানিতে, প্রতিক্রিয়া সূর্য-সেলিমের! শান্তিপূর্ণ নির্বাচন করাতে ব্যর্থ কমিশন, বললেন অধীর

English summary
CID will investigate shootout incident of shitalkuchi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X