হাসপাতালে দালাল চক্র, রায়গঞ্জ হাসপাতালে সিআইডির টিম
মুখ্যমন্ত্রীর নির্দেশের পর দুদিনের মধ্যেই রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতাল সিআইডি টিম পৌঁছলো। হাসপাতালে দালাল চক্র রুখতে রায়গঞ্জে তিন সদস্যের সিআইডি টিম এদিন হাসপাতালের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। হাসপাতালে চিকিৎসার প্রয়োজনে আসা মানুষদের সাথে কথা বলেন তারা। এরপর পাশাপাশি এলাকায় অপ্রয়োজনে আসা বেশ কিছু ব্যক্তিদের গতিবিধি লক্ষ্য করে এই দলটি।

যদিও এদিন কাউকে আটক বা গ্রেপ্তার করার খবর পাওয়া যায়নি। তবে মুখ্যমন্ত্রীর নির্দেশে রায়গঞ্জ হাসপাতালে বিভিন্ন ওয়ার্ডে নানা ভাবে চলতে থাকা দালাল চক্রের সদস্যদের ধরতেই এই দলটি রায়গঞ্জে পৌঁছেছে। পুলিশ এবং হাসপাতাল সূত্রে জানা গিয়েছে অত্যন্ত দক্ষ সিআইডির দলটি সরাসরিভাবে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের অন্দরে চলতে থাকা এই দালাল চক্র পরিকর।
রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ ও সি আই ডি যৌথভাবে দালালচক্র রোধে ব্যাবস্থা গ্রহনে উদ্যোগ গ্রহন করবে। পাশাপাশি পুলিশ ও প্রশাসন হাসপাতালে সাধারন মানুষের চিকিৎসা পরিষেবা পেতে কোনও সমস্যা না হয় তার যথাযথ ব্যাবস্থা গ্রহণ করবে।