For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সিসিটিভির ফুটেজে ‘বন্দি’ জয়নগর শ্যুটআউট-কাণ্ড! সিআইডি জালে হামলাকারীরা

জয়নগরে বিধায়কের গাড়ি লক্ষ্য করে শুট-আউটের ঘটনায় তদন্তভার হাতে নিয়েই চারজনকে গ্রেফতার করল সিআইডি। সিসিটিভির ফুটেজের সূত্র ধরেই চারজনকে গ্রেফতার করা হয়।

Google Oneindia Bengali News

জয়নগরে বিধায়কের গাড়ি লক্ষ্য করে শুট-আউটের ঘটনায় তদন্তভার হাতে নিয়েই পাঁচজনকে গ্রেফতার করল সিআইডি। সিসিটিভির ফুটেজের সূত্র ধরেই তাদের গ্রেফতার করা হয়। রাতেই চারজনকে আটক করা হয়েছিল। তারপর দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে শুক্রবার সকালে তাঁদের গ্রেফতার করে সিআইডি। গ্রেফতার করা হয় আরও একজনকে।

সিসিটিভির ফুটেজে ‘বন্দি’ জয়নগর শ্যুটআউট-কাণ্ড! সিআইডি জালে হামলাকারীরা

বৃহস্পতিবার সন্ধ্যায় দক্ষিণ ২৪ পরগনায় জয়নগরে ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্পের সামনে জয়নগরের তৃণমূল বিধায়ক বিশ্বনাথ দাসের গাড়িতে হামলা চালায় একদল দুষ্কৃতী। মুহুর্মুহু গুলি বৃষ্টি হয়, চলে বোমবাজিও। এই ঘটনায় নিহত হন তৃণমূল নেতা সরফুদ্দিন খান, গাড়ি চালক সেলিম খান ও এক স্থানীয় ব্যক্তি। ঘটনার সময় গাড়িতে না থাকায়ে রক্ষা পান বিধায়ক।

[আরও পড়ুন: বিধায়কের হত্যাচক্রান্তে ১০ মিনিটের অপারেশন, আর তাতেই জয়নগরে ৩ জনের মৃত্যু ][আরও পড়ুন: বিধায়কের হত্যাচক্রান্তে ১০ মিনিটের অপারেশন, আর তাতেই জয়নগরে ৩ জনের মৃত্যু ]

রাজ্য প্রশাসন এই ঘটনার তদন্তভার রাতেই সিআইডির হাতে তুলে দেয়। পেট্রোল পাম্পের সিসিটিভি ফুটেজের সূত্র ধরে শুরু হয় তদন্ত। ফুটেজের সূত্র ধরেই চার দুষ্কৃতীকে চিহ্নিত করা হয়। তাদের আটক করে শুরু হয় জেরা। অভিযোগ, পুর্ব পরিকল্পিত এই হামলা।

[আরও পড়ুন: 'আমি এই হামলার টার্গেট ছিলাম', আর কী বললেন জয়নগরের বিধায়ক ][আরও পড়ুন: 'আমি এই হামলার টার্গেট ছিলাম', আর কী বললেন জয়নগরের বিধায়ক ]

এই হামলার পিছনে কারা, কী তাদের উদ্দেশ্য, খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এই হামলার পিছনে মূল মাথা কে, তা সর্বাগ্রে চিহ্নিত করতে চাইছেন তদন্তকারীরা। স্থানী তৃণমূল নেতৃত্ব এই ঘটনায় সিপিএম ও এসইউসিআইয়ের দিকে আঙুল তুলেছে। তা অস্বীকার করেছে দুই দলই। তাদের দাবি, এই ঘটনা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল।

[আরও পড়ুন: যার হাত ধরে উঠেছিলেন তাঁকেই প্রত্যাখ্যান! জয়নগরের ঘটনায় সামনে আসছে তৃণমূলের গুরু-শিষ্যের দ্বন্দ্ব ][আরও পড়ুন: যার হাত ধরে উঠেছিলেন তাঁকেই প্রত্যাখ্যান! জয়নগরের ঘটনায় সামনে আসছে তৃণমূলের গুরু-শিষ্যের দ্বন্দ্ব ]

English summary
CID has arrested four attackers in Jaynagar shoot-out to see CCTV footage. TMC MLA and others is attacked on Thursday night, three are murdered,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X