For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অমিত শাহের পুরুলিয়া সফরের 'চাপ'! বিজেপি কর্মী খুনে গ্রেফতার ১

পুরুলিয়া বলরামপুরের সুপুরডিতে বিজেপি কর্মী ত্রিলোচন মাহাত খুনের ঘটনায় পাঞ্জাবি মাহাত নামে এক যুবককে গ্রেফতার করেছে সিআইডি। খুনের পরের দিন থেকে নিখোঁজ ছিল সুপুরডির নিচ বস্তির বাসিন্দা পাঞ্জাবি মাহাত।

  • |
Google Oneindia Bengali News

পুরুলিয়া বলরামপুরের সুপুরডিতে বিজেপি কর্মী ত্রিলোচন মাহাত খুনের ঘটনায় পাঞ্জাবি মাহাত নামে এক যুবককে গ্রেফতার করেছে সিআইডি। খুনের পরের দিন থেকে নিখোঁজ ছিল সুপুরডির নিচ বস্তির বাসিন্দা পাঞ্জাবি মাহাত। ধৃতের বিরুদ্ধে অপহরণ ও ষড়যন্ত্রের মামলা দায়ের করা হয়েছে। বিজেপি সভাপতি অমিত শাহের পুরুলিয়া সফরের তিনদিন আগেই এই গ্রেফতারের ঘটনা যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

অমিত শাহের পুরুলিয়া সফরের চাপ! বিজেপি কর্মী খুনে গ্রেফতার ১

৩০ মে সকালে পুরুলিয়ার বলরামপুরের জঙ্গল থেকে ত্রিলোলন মাহাতর দেহ উদ্ধার করা হয়েছিল। জঙ্গলে যেখানে ত্রিলোচনের দেহ পড়ে ছিল, তার পাশে একটি হুমকি পোস্টার পাওয়া যায়। উপুর হয়ে থাকা দেহের পিছনে গেঞ্জিতে পেন দিয়ে লেখা, ১৮ বছর বয়সে বিজেপি রাজনীতি।

প্রথম আটক করা হয়েছিল খুনের পরের দিন সকাল থেকে নিখোঁজ থাকা পাঞ্জাবি মাহাতকে। বলরামপুর থানায় দীর্ঘক্ষণ চলে জিজ্ঞাসাবাদ। বক্তব্যে অসঙ্গতি থাকায় গ্রেফতার করা হয় তাকে।

যদিও বিজেপির তরফে এই ঘটনার সিবিআই তদন্তের দাবি করা হয়েছিল। রাহুল সিনহা-সহ স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ ছিল, বিজেপির উত্থানে ভীত হয়েই এই খুন করিয়েছে তৃণমূল। যদিও তৃণমূল নেতৃত্ব এই অভিযোগ অস্বীকার করে। তাদের দাবি, নির্বাচনী ফলাফল নিয়ে অতি উৎসাহী বিজেপি কর্মীরা নিজেরাই খুনোখুনিতে জড়িয়ে পড়েছে।

English summary
CID arrests one in connection with BJP worker Trilochan Mahato murder in Purilia
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X