For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জয়নগর কাণ্ডে মূল অভিযুক্তকে দিল্লি থেকে গ্রেফতার সিআইডি-র

জয়নগরে বিধায়কের গাড়িতে হামলার ঘটনায় মূল অভিযুক্ত বাবুয়াকে গ্রেফতার করল সিআইডি।

  • |
Google Oneindia Bengali News

জয়নগরে বিধায়কের গাড়িতে হামলার ঘটনায় মূল অভিযুক্ত বাবুয়াকে গ্রেফতার করল সিআইডি। দিল্লির নেহরু বিহার এলাকা থেকে মোট তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

জয়নগর কাণ্ডে মূল অভিযুক্তকে দিল্লি থেকে গ্রেফতার সিআইডি-র

গতবছরের শেষ জয়নগর কাণ্ডে সিআইডি তদন্তে এই বাবুয়া সহ বেশ কয়েকজন দুষ্কৃতীর খোঁজ চলছিল। যে এফআইআর দায়ের হয় তাতেও এই বাবুয়ার নাম ছিল। সম্প্রতি বাবুয়ার মোবাইল লোকেশন ট্র্যাক করে সিআইডি। সেই ট্র্যাকে বাবুয়া ও অন্যদের মধ্যে চলা কথোপকথনের ভিত্তিতে জানা যায় এরা দিল্লিতে আত্মগোপন করে রয়েছে। এরপরই সিআইডি-র একটি দল দিল্লিতে যায়। সেখানে একটি হোটেল থেকে বাবুয়া সহ মোট তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

এদিন দিল্লির আদালতে বাবুয়া সহ বাকীদের তুলে ট্রানজিট রিম্যান্ডের আবেদন জানানো হবে। এরপরে কলকাতায় ফিরে বারুইপুর আদালতে তোলা হবে। তিনজনকে হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে। সিআইডি সূত্রে খবর, জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাসের ওপরে হামলার ঘটনায় কারা জড়িত তার বিস্তারিত তথ্য বাবুয়ার কাছে রয়েছে। সেটাই বার করার চেষ্টা করবে পুলিশ।

প্রসঙ্গত, গতবছরের ১২ ডিসেম্বর দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে পেট্রোল পাম্পের সামনে বিধায়ক বিশ্বনাথ দাসের গাড়িতে হামলা হয়। এলোপাথাড়ি গুলি চালানোয় প্রাণ যায় মোট ৩ জনের। সেই ঘটনাতেই মূল অভিযুক্ত হিসাবে বাবুয়ার নাম উঠে এসেছে।

English summary
CID arrests Babua, prime accused of Jayanagar murder incident
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X