For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতী ঘোষ মামলায় অবশেষে সাফল্য! নতুন 'ইঙ্গিত' সরকারের

দিল্লির মালব্যনগর থেকে গ্রেফতার ভারতী ঘোষের দেহরক্ষী। শনিবার সকালে তাঁকে গ্রেফতার করা হয়। পশ্চিম মেদিনীপুরের দাসপুরের প্রতারণা মামলায় ভারতী ঘোষের সঙ্গে তাঁকেও খুঁজছিল সিআইডি।

  • |
Google Oneindia Bengali News

দিল্লির মালব্যনগর থেকে গ্রেফতার ভারতী ঘোষের দেহরক্ষী। শনিবার সকালে তাঁকে গ্রেফতার করা হয়। পশ্চিম মেদিনীপুরের দাসপুরের প্রতারণা মামলায় ভারতী ঘোষের সঙ্গে তাঁকেও খুঁজছিল সিআইডি।

ভারতী ঘোষ মামলায় অবশেষে সাফল্য! নতুন ইঙ্গিত সরকারের

ভারতী ঘোষ প্রতারণা মামলায় অবশেষে সাফল্য সিআইডির। দিল্লির মালব্যনগর এলাকা থেকে গ্রেফতার প্রাক্তন আইপিএস ভারতী ঘোষের দেহরক্ষী সুজিত মণ্ডল। মুখে দাড়ি রেখে ভোল বদল করেছিলেন সুজিত মণ্ডল। তাঁকে ট্রানজিট রিমান্ডে কলকাতায় আনা হচ্ছে।

এর আগে ভারতী ঘোষ ও তাঁর দেহরক্ষীর নামে হুলিয়া জারি করা হয়েছিল।
দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের কালিকাপুরের বাসিন্দা নিতাই মণ্ডলের ছেলে সুজিত মণ্ডল। সিআইডি সূত্রে খবর, তাঁকে দিল্লির পঞ্চশীল পার্কের হ্যানমিল্টন হোটেল থেকে গ্রেফতার করা হয়েছে। দাসপুর থানায় কেস নম্বর ২৭/১৮ -তে তাঁকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ৩৮৪, ৩৮৫-সহ বিভিন্ন ধারায় মামলা করা হয়েছে।

সোনা লুঠ ও প্রতারণার মামলায় মূল অভিযুক্ত ভারতী ঘোষ এখনও অধরা। তাঁর স্বামী এমভি রাজু রয়েছেন কারাগারে। ইতিমধ্যেই এই মামলায় জামিন পেয়ে গিয়েছেন, সোনা ব্যবসায়ী বিমল ঘড়ুই এবং ভারতীর আনন্দপুরের আবাসনের কেয়ারটেকার রাজমঙ্গল সিং।

পুলিশ সুপার থাকাকালীন ভারতী ঘোষের বিরুদ্ধে অভিযোগ উঠলেও, কেউ তাতে আমল দেয়নি বলে অভিযোগ। পরে অভিযোগের ভিত্তিতে ভারতী ঘোষের নাকতলা এবং আনন্দপুরের বাড়িতে তল্লাশি চালানো হয়। বহু গুরুত্বপূর্ণ নথিও বাজেয়াপ্ত করে পুলিশ। ভারতী ঘোষ চাকরি ছাড়ার পরে সুজিত মণ্ডলও চাকরি ছেড়ে দিয়েছিলেন বলে সূত্রের খবর।

English summary
CID arrested Bharati Ghosh's bodyguard Sujit Mondal from Delhi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X