For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তাওয়াং সেক্টরে টহল বেড়েছে চিনের, পিএলএ সিনিয়র অফিসারদের পরিদর্শনে জল্পনা

তাওয়াং সেক্টরে চিনের পিপলস লিবারেশন আর্মির বা পিএলএ সিনিয়র অফিসারদের টহল এবং পরিদর্শন বেড়েছে বছর দুয়েক ধরে। আগের দুই বছরের তুলনায় ২০২০ এবং ২০২১ সালে এই প্রবণতা বেশি চোখে পড়ছে।

  • |
Google Oneindia Bengali News

তাওয়াং সেক্টরে চিনের পিপলস লিবারেশন আর্মির বা পিএলএ সিনিয়র অফিসারদের টহল এবং পরিদর্শন বেড়েছে বছর দুয়েক ধরে। আগের দুই বছরের তুলনায় ২০২০ এবং ২০২১ সালে এই প্রবণতা বেশি চোখে পড়ছে। তাওয়াং-এর তিনটি সেক্টরজুড়ে পিএলএ গত বছর থেকে তাদের টহল কার্যক্রম, প্রশিক্ষণ এবং সিনিয়র কর্মকর্তাদের সফর বাড়িয়েছে।

তাওয়াং সেক্টরে টহল বেড়েছে চিনের পিএলএ সিনিয়র অফিসারদের

সেনাবাহিনীর নজরদারির মাধ্যমে সংগ্রহ করা তথ্য অনুসারে, লুংরোলা, জিমিথাং এবং বুমলা সেক্টরে চিনের পিপলস লিবারেশন আর্মির বা পিএলএ সিনিয়র অফিসারদের টহল পরিদর্শন ও উপস্থিতি বৃদ্ধি পেয়েছে। কার্যকলাপের সর্বাধিক বৃদ্ধি জিমিথাং সেক্টরে দেখা গেছে। সেখানে পিএলএ সিনিয়র অফিসারদের ভিজিট ২০১৯ সালে ৩৩ থেকে ২০২০ সালে ১০২-এ পৌঁছে গিয়েছে।

এই বছরের সেপ্টেম্বর পর্যন্ত পিএলএ অফিসারদের দ্বারা ইতিমধ্যে ৮৪ বার পরিদর্শন করা হয়েছে। এই সেক্টরে পিএলএ-এর টহল উত্তরোত্তর বাড়ছে। ২০১৯ সালে ছয়টি টহল লক্ষ্য করা গিয়েছিল, যা ২০২০ সালে বেড়ে ১১ হয়েছে৷ এই বছরের সেপ্টেম্বর পর্যন্ত পিএলএ ইতিমধ্যেই ১২ বার টহল দিয়েছে ওই সেক্টরে।

লুংরোলা সেক্টরেও বৃদ্ধি পেয়েছে পিএলএ কার্যকলাপ। ২০১৮ ও ২০১৯ সালে যথাক্রমে ১৯ ও ২১ ছিল টহল সংখ্যা। ২০২০ সালে তা বেড়ে ৩৪ হয়েছে। আর এই বছর অর্থাৎ ২০২১ সালে পিএলএ দ্বারা ৫০টিরও বেশি টহল হয়ে গিয়েছে। এই এলাকায় পিএলএ কর্মকর্তাদের পরিদর্শন ২০২০ সালে ১৫-য় গিয়ে দাঁড়ায়, যা ২০১৯ এবং ২০১৮ সালে যথাক্রমে চার এবং ছয়টি থেকে বেড়েছে ২০২০ সালে। ২০২১ সালের সেপ্টেম্বর পর্যন্ত পিএলএ কর্মকর্তাদের দ্বারা কমপক্ষে ২০টি পরিদর্শন হয়েছে।

এই অঞ্চলের তৃতীয় এলাকা হল বুমলা। বুমলায় উভয় পক্ষের কর্মকর্তাদের সঙ্গে দেখা করার জন্য একটি বর্ডার পার্সোনেল মিটিং পয়েন্ট রয়েছে। এই ধরনের কার্যকলাপ তাই এখানে কিছুটা কম বৃদ্ধি পেয়েছে। ২০১৮ এবং ২০১৯ সালে পিএলএ যথাক্রমে ১৭ এবং ১৬ বার টহল দিয়েছিল। ২০২০ সালে তা ২১-এ গিয়ে দাঁড়িয়েছে এবং এই বছর সেপ্টেম্বর পর্যন্ত ১৯টি টহল হয়েছে। ২০১৮ এবং ২০১৯ সালে পিএলএ কর্মকর্তাদের দ্বারা এই অঞ্চলে মাত্র একটি পরিদর্শন হয়েছিল। গত বছর পাঁচবার টহল দিয়েছেন পিএলএ কর্মকর্তারা। আর এই বছরের সেপ্টেম্বর পর্যন্ত ২০ বার টহল হয়ে গিয়েছে।

আরও যা বেড়েছে তা হল নজরদারির জন্য পিএলএ দ্বারা এরিয়া ডমিনেশন পেট্রোলস। বিশ্লেষণে দেখা গিয়েছে, যে কাজের অবস্থার উন্নতির কারণে তাওয়াং সেক্টরে এরিয়া ডমিনেশন পেট্রোলস-এর নজরদারি বৃদ্ধি হয়েছে। এলাকার আধিপত্য এবং সদ্য নিযুক্ত সেনাদের অভিযোজনের জন্যই এই নজরদারি।

English summary
China’s PLA senior officers has increased patrols, visits in Tawang sector during two years.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X