For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মালদহ বিস্ফোরণ কাণ্ডে রাজ্যের মুখ্যসচিবকে দিল্লিতে তলব জাতীয় শিশু কমিশনের

মালদহ বিস্ফোরণ কাণ্ডে চাপ বাড়ল রাজ্যের মুখ্যসচিবের। হরিকৃষ্ণ দ্বিবেদীকে দিল্লিতে তলব করল জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন। একই সঙ্গে রাজ্যের এডিজিকেও তলব করা হয়েছে দিল্লিতে। আগামী ২০ মে দুই আধিকারিককেই সশরীরে হাজিরা দেওয়া

  • |
Google Oneindia Bengali News

মালদহ বিস্ফোরণ কাণ্ডে চাপ বাড়ল রাজ্যের মুখ্যসচিবের। হরিকৃষ্ণ দ্বিবেদীকে দিল্লিতে তলব করল জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন। একই সঙ্গে রাজ্যের এডিজিকেও তলব করা হয়েছে দিল্লিতে। আগামী ২০ মে দুই আধিকারিককেই সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই ঘটনায় চরম অস্বস্তিতে রাজ্য প্রশাসন।

রাজ্যের মুখ্যসচিবকে দিল্লিতে তলব জাতীয় শিশু কমিশনের

বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরির অভিযোগের ভিত্তিতে এহেন পদক্ষেপ জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের।

গত কয়েকদিন আগেই বিস্ফোরণে কেঁপে ওঠে মালদহ। এই ঘটনায় পাঁচজন শিশু গুরুতর আহত হয়। সেই ঘটনায় অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ করে জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন। আর এরপরেই রাজ্যের মুখ্যসচিব এবং এডিজিকে নোটিশ কমিশনের। দুই আধিকারিককে পাঠানো নোটিশে কমিশনের তরফে বেশ কয়েকটি অভিযোগ করা হয়েছে।

ওই এলাকায় এমন ঘটনা ঘটলেও আগে ব্যবস্থা করা হয়নি বলে অভিযোগ। এমনকি ঘটনা ধামা চাপা দেওয়ার চেষ্টা হয়েছে বলেও অভিযোগ জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের। এমনকি এই বিষয়ে কমিশনের তরফে রাজ্য প্রশাসনের কাছে জবাব তলব করা হলেও কোনও উত্তর দেওয়া হয়নি বলে অভিযোগ।

জানা যাচ্ছে, এই বিষয়ে এডিজি'র কাছে ব্যাখ্যা চাইতে পারেন জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারম্যান। অন্যদিকে বাচ্চাদের আহত হওয়ার ঘটনায় কেন চিকিৎসা সময়মতো দেওয়া হয়নি এই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যাও মুখ্যসচিবের কাছ থেকে তলব করা হতে পারে।

বলে রাখা প্রয়োজন, গত এপ্রিল মাসে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে। বোমাকে বল ভেবে খেলতে গিয়েই বিস্ফোরণ ঘটে। আর সেই ঘটনাত পাঁচ শিশু গুরতর জখম হয়। এর ঘটনার পর গোটা এলাকা জুড়ে পুলিশের তরফে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে স্থানীয় একটি পরিক্রত্য এলাকা থেকে আরও বোমা উদ্ধার হয়।

ওই এলাকা স্থানীয় এক তৃণমূল নেতার বলে দাবি করেন বিজেপি বিধায়ক। শুধু তাই নয়, এলাকায় দুষ্কৃতীরাজ বাড়ছে। মাঝে মধ্যেই বিস্ফোরণের ঘটনা ঘটছে। শিশুরা আক্রান্ত হচ্ছে। কিন্তু ঘটনাগুলিকে পুলিশ সিলিন্ডার বিস্ফোরণ বলে দায় এড়াচ্ছে বলে কমিশনের কাছে অভিযোগ করেন শ্রীরূপা মিত্র চৌধুরি। এই সমস্ত বিষয়ে কমিশনের হস্তক্ষেপ দাবি করেন তিনি।

পুরো বিষয়টি জাতীয় শিশু সুরক্ষা কমিশনের তরফে তদন্ত করে দেখা হয় বলে খবর। আর এরপরেই কমিশনের তরফে রাতারাতি খোদ রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে তলব করা হল। একই সঙ্গে হাজিরা দিতে বলা হয় রাজ্যের এডিজিকেও। যা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহালমহল।

English summary
Child Rights Commission summoned Chief Secretary of Bengal for Malda blast case
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X