For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শিশু নিখোঁজ কাণ্ডে পুলিশি তদন্তে অসন্তুষ্ট কলকাতা হাইকোর্ট, তদন্তভার সিআইডির হাতে

শিশু নিখোঁজ কাণ্ডে পুলিশি তদন্তে অসন্তুষ্ট কলকাতা হাইকোর্ট, তদন্তভার সিআইডির হাতে

  • |
Google Oneindia Bengali News

তিন বছরের এক শিশুর নিখোঁজ মামলায় পুলিশি তদন্তে অসন্তুষ্ট কলকাতা হাইকোর্ট। শুক্রবার মামলার তদন্তভার সিআইডির হাতে তুলে দিল হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি শুভ্রা ঘোষের ডিভিশন বেঞ্চ। আগামী আট সপ্তাহের মধ্যে সিআইডিকে তদন্তের রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

শিশু নিখোঁজ কাণ্ডে পুলিশি তদন্তে অসন্তুষ্ট কলকাতা হাইকোর্ট, তদন্তভার সিআইডির হাতে

আদালতের আরও নির্দেশ, সিআইডির এডিজিপির তত্ত্বাবধানে তদন্ত কমিটি গঠন হবে। ঘটনার তদন্ত করবে ডিএসপি পদমর্যাদার তদন্তকারী অফিসার। পাশাপাশি, তদন্তের সহযোগিতার জন্য সিআইডি ভিন রাজ্যের পুলিশ কোনো তদন্তকারী সংস্থা বা কেন্দ্রীয় কোন তদন্তকারী সংস্থার সাহায্য নিতে পারে।

মামলাকারীর আইনজীবী শোভন বেরা ও পূজা বেরিওয়াল দাবি, প্রায় দুমাস হতে চলল এখনও নিখোঁজ বাচ্চা ফিরে পেলো না দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর সমিরন মোল্লা। পুলিশ শুধু নাম মাত্র এফআইআর নিয়েছে। কিন্তু তদন্তের কোনও অগ্রগতি নেই। বাচ্চাটি উদ্ধারে হস্তক্ষেপ করুক আদালত।

আইনজীবিরা জানান, ভিন রাজ্যে কাজ করতে গিয়ে প্রেম ভালোবাসায় আবদ্ধ হয়ে বিয়ে হয় দক্ষিণ ২৪ পরগনা বাসন্তী থানা এলাকার সমিরন মোল্লার সঙ্গে ভিন রাজ্যের বাসিন্দা মোহাম্মদ বিল্লাল মোল্লার।

কিন্তু অভিযোগ, অন্তঃসত্ত্বা অবস্থায় সমীরণকে তার শ্বশুর বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়। পরে তাদের একটি পুত্র সন্তান হয়। এরপর হঠাৎই চলতি বছরের ১১ জানুয়ারি তাদের ৩ বছরের ছেলে নিখোঁজ হয়ে যায়।
সমিরনের অভিযোগ, তাঁর স্বামী বিল্লাল ও স্বামীর ভাই আরিফ তাঁর ছেলেকে কিডন্যাপ করেছে।

English summary
child kidnap case, Calcutta high court delivers message
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X