For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আন্দোলনকারী চিকিৎসকদের সামনে শায়িত মৃত শিশু! ক্ষোভে ফুটছে মেদিনীপুর হাসপাতাল

শিশুমৃত্যুকে কেন্দ্র করে শনিবার উত্তেজনা ছড়াল মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। শিশুর পরিবারের অভিযোগ, চিকিৎসকদের আন্দোলনের জেরে শিশুর চিকিৎসা না হওয়ায় তার মৃত্যু হয়েছে।

  • By Koushik Dutta
  • |
Google Oneindia Bengali News

শিশুমৃত্যুকে কেন্দ্র করে শনিবার উত্তেজনা ছড়াল মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। শিশুর পরিবারের অভিযোগ, চিকিৎসকদের আন্দোলনের জেরে শিশুর চিকিৎসা না হওয়ায় তার মৃত্যু হয়েছে। এরপরই শিশুর পরিবারের সদস্যরা মৃতদেহটি আন্দোলনরত‌ জুনিয়র চিকিৎসকদের সামনে নিয়ে গিয়ে রেখে দেয়।

আন্দোলনকারী চিকিৎসকদের সামনে শায়িত মৃত শিশু, বিক্ষোভ

এই ঘটনার জেরে ‌উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। ফের মৃতের পরিবার-পরিজনদের সঙ্গে জুনিয়র ডাক্তারদের ধস্তাধস্তি‌‌ শুরু হয়ে যায়। পরে‌ কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে আসে। পরিস্থিতি সামাল দেয়। মৃত শিশুটির ঠাকুমা মুস্তাকিন বিবির অভিযোগ, বুধবার ওই শিশুর‌ জন্মের পর থেকেই শ্বাসকষ্ট শুরু হয়।

কিন্তু বারবার ডাক্তারদের কাছে অনুনয়-বিনয় করলেও আন্দোলন‌কারী চিকিৎসা করেননি। ফলে একপ্রকার বিনা চিকিৎসায় শিশুর মৃত্যু হয়। শনিবার সকালে শিশুটির মৃত্যুর পর নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়। হাসপাতালে অধ্যক্ষ পঞ্চানন কুণ্ডু জাননা, শিশুটির ফুসফুসে সমস্যা থাকার কারণেই তার শ্বাসকষ্ট ছিল। সেই কারণেই মৃত্যু হয়েছে। চিকিৎসার কোন‌ও গাফিলতি ছিল না।

উল্লেখ্য, এদিন মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে শিশু বিভাগের দশজন চিকিৎসক পদত্যাগ করেন। ফলে চিকিৎসা পরিষেবা আরও সংকটে পড়েছে। চিকিৎসক নেই, হাসপাতালে পরিষেবা প্রদানই এখন ঘোরতর সমস্যা হয়ে দেখা দিয়েছে।

English summary
Child is died allegedly in Midnapur Hospital due to movement of doctors. Child’s family shows agitation with dead body.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X