For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রশ্নের মুখে ভূমিকা! সিভিক ভলেন্টিয়ারদের প্রশিক্ষণের নির্দেশ মুখ্যসচিবের

প্রশ্নের মুখে ভূমিকা! সিভিক ভলেন্টিয়ারদের প্রশিক্ষণের নির্দেশ মুখ্যসচিবের

  • |
Google Oneindia Bengali News

সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে এর আগে ভুরিভুরি অভিযোগ উঠেছিল! এমনকি সিভিকদের দাদাগিরি নিয়ে প্রশ্ন তুলেছিলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি আনিস-কাণ্ডেও সিভিকের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ সামনে এসেছে। গ্রেফতারও করা হয়েছে। কিন্তু এরপরেও নানা প্রশ্ন উঠতে শুরু করেছে সিভিকদের নিয়ে।

যা নিয়ে এবার উদ্বেগ প্রকাশ করলেন খোদ রাজ্যের মুখ্যসচিব নিজে। শুধু তাই নয়, একই দিনে দুই কাউন্সিলারের মৃত্যু নিয়েও চিন্তিত তিনি। আর সেদিকে তাকিয়ে উচ্চ পর্যায়ের এই বৈঠক। যেখানে ভার্চুয়ালের মাধ্যমে সমস্ত জেলার পুলিশ আধিকারিক, জেলাশাসকরা উপস্থিত ছিলেন বলে খবর।

উচ্চ পর্যায়ের একটি বৈঠক হয়

উচ্চ পর্যায়ের একটি বৈঠক হয়

এই অবস্থায় সোমবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উচ্চ পর্যায়ের একটি বৈঠক হয়। সেখানে কার্যত রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। এমনকি কেন এমন ঘটনা ঘটছে তা নিয়েও মুখ্যমন্ত্রীর তোপের মুখে পড়তে হয় পুলিশ প্রশাসনকে। আর এরপরেই মুখ্যসচিবের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের বৈঠক হয়। যেখানে পুলিশ সুপার, ডিএম এবং পুলিশ কমিশনাররা উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে। আর সেই বৈঠকে পুলিশ আধিকারিকদের ময়দানে নামার নির্দেশ দেওয়া হয়।

কড়া ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে

কড়া ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে

শুধু তাই নয়, স্পর্শকাতর জায়গাগুলি চিহ্নিত করে সেখানে কড়া ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে বোর্ড গঠন করা নিয়ে যাতে কোনও অশান্তি না হয় সে বিষয়ে পুলিশ আধিকারিকদের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে পুলিশ সুপারদের নজর রাখতে হবে বলেও জানানো হয়েছে। আইনশৃঙ্খলা ইস্যুতে কোনও অশান্তি বরদাস্ত হবে না বলেও এদিন পুলিশ আধিকারিকদের বৈঠকে মুখ্যসচিব জানিয়েছেন বলে জানা যাচ্ছে।

সিভিক ভলান্টিয়ারদের ভূমিকা নিয়ে প্রশ্ন

সিভিক ভলান্টিয়ারদের ভূমিকা নিয়ে প্রশ্ন

তবে এদিন বৈঠকে ফের একবার সিভিক ভলান্টিয়ারদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন মুখ্যসচিব। বিভিন্ন ইস্যুতে সিভিক ভলান্টিয়ারদের নাম উঠে আসছে। বিশেষ করে আনিস কাণ্ডের ঘটনায় যেভাবে সিভিকের ভূমিকা সামনে এসেছে তাতে আরও অস্বস্তি বেড়েছে। এই অবস্থায় সিভিক ভলান্টিয়ারদের সঠিকভাবে প্রশিক্ষণ দেওয়ার কথা বলা হয়েছে। সিভিকদের যথাযথ প্রশিক্ষিত করেই কাজে নামানোর বিষয়ে পুলিশ আধিকারিকদের স্পষ্ট ভাবে জানিয়ে দেওয়া হয়েছে। এমনটাই নবান্ন সুত্রের খবর।

সতর্ক থাকার নির্দেশ

সতর্ক থাকার নির্দেশ

শহর, শহরতলি এবং জেলার পুলিশ আধিকারিকদের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন মুখ্যসচিব। সেখানে একাধিক বিষয় উঠে আসে বলে জানা যাচ্ছে। বিশেষ করে সামনে হোলি এবং দোল রয়েছে। আর এই সময়ে কেউ বা কারা অশান্তির পরিবেশ তৈরি করতে পারে বলে ওই বৈঠকে আশঙ্কা প্রকাশ করেন মুখ্যসচিব।

English summary
Chief secretary order to give training to civic volunteers
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X