For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনার থাবায় আসলে কতজন মৃত বাংলায়, স্পষ্ট করে দিল বেঙ্গল অডিট প্যানেল

করোনার থাবায় আসলে কতজন মৃত বাংলায়, স্পষ্ট করে দিল বেঙ্গল অডিট প্যানেল

Google Oneindia Bengali News

রাজ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ঠিক কত জনের মৃত্যু হয়েছে তা নিয়ে বিতর্কের শেষ নেই। রাজ্য দাবি করছে করোনায় মৃত এখন পর্যন্ত ১৮। বিজেপি এবং বিরোধীদের দাবি এই সংখ্যা আরও অনেক বেশি। এবার রাজ্যের মুখ্যসচিব স্পষ্ট করে দিলেন মৃতের সংখ্যা নিয়ে যাবতীয় বিতর্ক। তিনি ৫৭ জনের রিপোর্ট প্রকাশ্যে আনলেন।

৩৯ জনের মৃত্যুর কারণ কো-মর্বিডিটি

৩৯ জনের মৃত্যুর কারণ কো-মর্বিডিটি

মুখ্যসচিব রাজীব সিনহা জানান, করোনা অডিট কমিটি মোট ৫৭টি মৃত্যু খতিয়ে দেখেছে। এই রিপোর্ট অনুযায়ী করোনায় মৃতের সংখ্যা ১৮। বাকি ৩৯ জনের মৃত্যুর কারণ কো-মর্বিডিটি। অডিট কমিটি জানিয়েছে, ওই ৩৯ জন অন্য অসুখে ভুগছিলেন। তাঁদের মৃত্যুর তাৎক্ষণিক কারণ অন্য রোগ।

করোনা আক্রান্তের ঘোষিত সংখ্যা নিয়ে প্রশ্ন

করোনা আক্রান্তের ঘোষিত সংখ্যা নিয়ে প্রশ্ন

বৃহস্পতিবার কেন্দ্রীয় কমিটি রাজ্যের করোনা আক্রান্তের ঘোষিত সংখ্যা নিয়ে প্রশ্ন তোলে। জিজ্ঞাসা করে মৃত্যুর শংসাপত্র লেখার জন্য চিকিৎসকদের কোনও কমিটি তৈরি করা হয়েছিল কি না। কেন্দ্রীয় কমি্টি জানতে চেয়েছিল, এই সিদ্ধান্ত নিতে দেরি হচ্ছে কেন। শুক্রবার সাংবাদিক বৈঠকে তা স্পষ্ট করে দিল সরকার।

বাংলায় করোনা পরিসংখ্যান

বাংলায় করোনা পরিসংখ্যান

এদিন মুখ্যসচিব জানান, শুক্রবার বাংলায় করোনা আক্রান্ত হয়েছেন আরও ৫১ জন। এবং বেড়েছে মৃতের সংখ্যাও। তিনি বলেন, এখন পর্যন্ত রাজ্যে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩৮৫। এবং মৃতের সংখ্যা ১৮। এদিন হাসপাতাল থেকে কোনও করোনামুক্ত রোগীকে ছাড়া হয়নি।

করোনা হটস্পটে আক্রান্ত

করোনা হটস্পটে আক্রান্ত

মুখ্যসচিব জানান, করোনায় নতুন যে ৫১ জন আক্রান্ত হয়েছেন, তাঁরা এসেছেন পাঁচটি জেলা থেকে। কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর ও পূর্ব বর্ধমান- এই পাঁচ জেলা থেক ৫১ জন আক্রান্ত হয়েছেন। এইসব এলাকায় নজরদারি আরও বাড়ানো হয়েছে বলে জানান মুখ্যসচিব।

English summary
Chief Secretary clears how many deaths in coronavirus in West Bengal according to audit panel. More 51 are affected and three are died in corona virus infection in Bengal,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X