For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২১ তম জেলা হিসেবে পাহাড়ে কালিম্পংকে আজ মর্যাদা দেবেন মুখ্যমন্ত্রী, কাল প্রশাসনিক বৈঠক

স্রেফ কিছু সময়ের অপেক্ষা মাত্র। আজই রাজ্যের ২১তম জেলা হিসেবে পথ চলা শুরু করছে কালিম্পং। পাহাড় পাচ্ছে নতুন জেলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে।

  • |
Google Oneindia Bengali News

কালিম্পং, ১৪ ফেব্রুয়ারি : স্রেফ কিছু সময়ের অপেক্ষা মাত্র। আজই রাজ্যের ২১তম জেলা হিসেবে পথ চলা শুরু করছে কালিম্পং। পাহাড় পাচ্ছে নতুন জেলা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে কালিম্পং জেলার মর্যাদা পাচ্ছে আজ। সেই সূচনা পর্বে পাহাড়ে সাজো সাজো রব।[জেলা হচ্ছে কালিম্পং, শিলিগুড়িতেও নতুন জেলার দাবি, পৃথক বোর্ড চায় আদিবাসী বিকাশ]

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উষ্ণ অভ্যর্থনা দিয়ে পাহাড়ে অনুষ্ঠানের বাতাবরণ শুরু হয়েছে। মঙ্গলবার সকাল থেকেই উন্মাদনা কালিম্পংয়ে। আর নতুন জেলা হিসেবে কালিম্পংয়ের রূপদান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী কল্পতরু হবেন বলেই মনে করছে রাজনৈতিক মহল।[রাজ্যের ২১ তম জেলা হিসেবে পথ চলা শুরু করছে কালিম্পং, মুখ্যমন্ত্রীর সফরে সাজ সাজ রব]

২১ তম জেলা হিসেবে পাহাড়ে কালিম্পংকে আজ মর্যাদা দেবেন মুখ্যমন্ত্রী, কাল প্রশাসনিক বৈঠক

সোমবার বিকেলেই পাহাড়ে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী। রয়েছেন ডেলোয়। আক মঙ্গলবার কালিম্পংয়ে জেলা সূচনার অনুষ্ঠান। তাঁর যাত্রাপথ সেজে উঠেছে অসংখ্য তোরণে। পথের দু'ধারে মানববন্ধন তৈরির পরিকল্পনাও সারা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানাবেন কালিম্পংবাসী। শুধু নতুন জেলা নয়, মহকুমা হিসেবে স্বীকৃতি দেওয়া হচ্ছে দার্জিলিংয়ের মিরিককে।

কালিম্পংয়ের মেলা গ্রাউন্ডে সভা মুখ্যমন্ত্রীর। সেই সভা থেকেই কালিম্পংকে নতুন জেলার স্বীকৃতি দিয়ে যাবেন তিনি। বুধবার তিনি কালিম্পংয়ের প্রশাসনিক ভবেনই পাহাড়ের উন্নয়ন পর্ষদগুলিকে নিয়ে বৈঠক করবেন। সোমবার পাহাড়ে সফরে যাওয়ার আগে দমদম বিমানবন্দরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কালিম্পং নতুন জেলা হচ্ছে। মাস দুয়েকের মধ্যে অর্থাৎ আগামী এপ্রিলের মধ্যে আসানসোল ও ঝাড়গ্রামও নতুন জেলা হিসেবে স্বীকৃতি লাভ করবে। মুখ্যমন্ত্রী তিনদিনের সফর সেরে কলকাতার ফিরবেন ১৬ ফেব্রুয়ারি।

English summary
Chief Minister will give status to Kalimpong as 21th District of West Bengal today. She will held administrative meeting tomorrow.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X