For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আমাকে মুখ্যমন্ত্রীর সঙ্গে মুখোমুখি বসিয়ে জেরা করা হোক: আদালতে বিস্ফোরণ কুণাল ঘোষের

Google Oneindia Bengali News

আমাকে মুখ্যমন্ত্রীর সঙ্গে মুখোমুখি বসিয়ে জেরা করা হোক: আদালতে বিস্ফোরণ কুণাল ঘোষের
কলকাতা, ৬ সেপ্টেম্বর : সারদা কাণ্ডে প্রকৃত যড়যন্ত্রের হদিশ পেতে সারদা কর্তা সুদীপ্ত সেন ও তাঁকে মুখোমুখি মুখ্যমন্ত্রীর সামনে বসিয়ে জোরা হোক বলে বিচারকের কাছে আর্জি জানালেন কুণাল ঘোষ। একইসঙ্গে এদিন সারদা মামলার শুনানি চলাকালীন "কাউকে ঘর গোছাতে দেবেন না" বলেও বিচারককে আবেদন তৃণমূলের সাসপেন্ড হওয়া এই সাংসদের।

সারদার বেঙ্গল মিডিয়া যে গোষ্ঠী তৈরি করা হয়েছিল তাতে সারদা ট্যুরস অ্য়ান্ড ট্রাভেলের প্রচুর টাকা স্থানান্তরিত করা হয়েছিল। সেই বিষয়ে কুণাল ঘোষকে জেরা করে অনেক তথ্য জানা যেতে পারে এই কারণে আজ ব্যাঙ্কশাল কোর্টে কুণাল ঘোষের দশদিনের হেফাজতের আর্জি জানায় সিবিআই। ইতিমধ্যেই ৮৪ দিন হাজতবাস কাটিয়ে ফেলেছেন কুণাল ঘোষ। এই ট্যুরস অ্যান্ড ট্রাভেল মামলাতেও আরও ৩ মাস অর্থাৎ ৯০ দিনের ফের হাজত বাসে পড়েত হতে পারে কুণাল ঘোষকে। এমন অবস্থায় আত্মপক্ষ সমর্থনে এদিন কুণাল ঘোষ বলেন কোনও আইনজীবী নয় নিজেই এই মামলায় আত্মপক্ষ সমর্থনে যা বলার আমি নিজেই বলব। এদিন আদালতে উপস্থিত ছিলেন সুদীপ্ত সেন ও দেবযানী মুখোপাধ্যায়ও।

এরপরেই কুণাল ঘোষ বলেন, "সারদা কাণ্ডে প্রকৃত ষড়যন্ত্রের হদিশ পেতে হলে আমাকে মুখ্যমন্ত্রীর মুখোমুখি বসিয়ে জেরা করা হোক। সুদীপ্তর সামনে বসিয়েও জেরা করা হোক। সিবিআই যদি প্রকৃত ষড়যন্ত্রের হদিশ পেতে চায় তাহলে এভাবেই জেরা করতে হবে।" একইসঙ্গে তিনি এদিন কারোর নাম না করেই বিচারককে জানান যে সব প্রভাবশালী নেতারা বাইরে রয়েছেন, তারা এই মামলার ক্ষেত্রে প্রভাব খাটানোর চেষ্টা করছে। এরপর তিনি বিচারকের উদ্দেশ্যে বলেন 'কাউকে ঘর গোছাতে দেবেন না।' আদালতে দাঁড়িয়ে কুণাল ঘোযের এ মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

এদিকে এদিন সারদা কাণ্ডে রাজ্যের দুই প্রভাবশালী নেতার ঘণিষ্ঠদের তলব করল সিবিআই। একজন রাজ্যের পরিবহনমন্ত্রী মদন মিত্রের ঘণিষ্ঠ প্রশান্ত প্রামাণিক। এবং অন্যজন তৃণমূলের প্রাক্তন নেতা সোমেন মিত্রের ঘণিষ্ঠ বাদল ভট্টাচার্যকে।

English summary
Chief Minister should be questioned by CBI in front of me: Kunala Ghosh
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X