For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২৯শে জানুয়ারি ৪৪তম আন্তর্জাতিক বইমেলা উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

২৯শে জানুয়ারি ৪৪তম আন্তর্জাতিক বইমেলা উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

  • |
Google Oneindia Bengali News

২৯ শে জানুয়ারি সল্টলেকের সেন্ট্রাল পার্কে ৪৪ তম কলকাতা আন্তর্জাতিক বইমেলার উদ্বোধন করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেলা চলবে আগামী ৯ ফেব্রুয়ারি পর্যন্ত।

প্রবীণ নাগরিকদের জন্য বিশেষ উদ্যোগ

প্রবীণ নাগরিকদের জন্য বিশেষ উদ্যোগ

পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের একটি কর্মসূচী এবারের বইমেলার অন্যতম আকর্ষণীয় অংশ হিসাবে থাকছে। তারা এইবার শহর জুড়ে বিভিন্ন বৃদ্ধাশ্রমে বই দানের পরিকল্পনা করেছে বলে জানা যাচ্ছে। গিল্ডের সাধারণ সম্পাদক সুধাংশু শেখর দে-র মতে, বর্তমানে বিভিন্ন বৃদ্ধাশ্রম তারা গ্রন্থাগার স্থাপনের পরিকল্পনা নিয়েছেন। প্রবীণ নাগরিকরা শেষ বয়সে আরও বেশি বই পড়ার সুযোগ থেকে যাতে বঞ্চিত না হয় তাই তাদের এই উদ্যোগ বলে জানা যাচ্ছে।

নবনীতা দেবসেন ও গিরিশ কর্ণাড নামে থাকছে হল

নবনীতা দেবসেন ও গিরিশ কর্ণাড নামে থাকছে হল

এই বছরের বইমেলার প্রধান থিম রাশিয়া। উদ্বোধনী অনুষ্ঠানে ভারতে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত এইচ.ই. কুদাশেভ নিকোলে রিশাতোভিচ উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। মূলত ইংরেজি প্রকাশনা সহ বই মেলার দুটি বড় হলের নামকরণ করা হয়েছে নবনীতা দেব সেন এবং গিরিশ কর্ণাডের নামে। ২০১৯ সালে এই দুই কিংবদন্তি শেষ নিশ্বাস ত্যাগ করেন। এর মধ্যেই ছোট্ট ম্যাগাজিনের মণ্ডপটি কিংবদন্তি কবি সুভাষ মুখোপাধ্যায়ের নামে নামকরণ করা হবে। এ বছর বইমেলায় প্রায় ২০ টি দেশ অংশ নেবে।

৬০০-র কাছাকাছি বইয়ের স্টল থাকছে মেলা প্রাঙ্গনে

৬০০-র কাছাকাছি বইয়ের স্টল থাকছে মেলা প্রাঙ্গনে

মেলায় মোট ৬০০ টির কাছাকাছি স্টল থাকবে, এছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্র সহ, জাপান, ভিয়েতনাম, ফ্রান্স, আর্জেন্টিনা, গুয়াতেমালা, মেক্সিকো, পেরু, অস্ট্রেলিয়া, ১১ টি লাতিন আমেরিকার দেশ এবং বাংলাদেশের স্টলের জন্য একটি বড় জায়গা রাখা হয়েছে বলে জানা যাচ্ছে।

'মুসলিম লিগ কংগ্রেস' নামের পাল্টা দিলেন অধীর! মোদী, অমিত শাহকে আক্রমণ'মুসলিম লিগ কংগ্রেস' নামের পাল্টা দিলেন অধীর! মোদী, অমিত শাহকে আক্রমণ

English summary
There will be a special initiative at the 44th International Book Fair for the senior citizens of the city
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X