For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পথ হারিয়ে ফেলল মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার, ২২ মিনিটের পথে ৫৫ মিনিট চক্কর আকাশে

আকাশে পথ হারিয়ে ফেলল মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার। তারই জেরে চোপড়ায় নির্বাচনী জনসভায় যোগ দিতে তাঁর এত দেরি। খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ই জানালেন সে কথা।

  • |
Google Oneindia Bengali News

আকাশে পথ হারিয়ে ফেলল মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার। তারই জেরে চোপড়ায় নির্বাচনী জনসভায় যোগ দিতে তাঁর এত দেরি। খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ই জানালেন সে কথা। উত্তর দিনাজপুরের চোপড়ায় জনসভায় দেরি দেখে অনেকেই উদগ্রীব হয়ে পড়েছিলেন। তারপর মুখ্যমন্ত্রী নিজেই জানালেন তাঁর দেরি হওয়ার কারণ।

পথ হারিয়ে ফেলল মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার, ২২ মিনিটের পথে ৫৫ মিনিট চক্কর আকাশে

মাত্র ২২ মিনিটের পথ শিলিগুড়ি থেকে চোপড়া। সেই পথ পেরোতেই মুখ্যমন্ত্রীর হেলিকপ্টারের সময় লেগে গেল ৫৫ মিনিট। ভুল পথে গিয়ে আকাশে ৩৩ মিনিট বেশি চক্কর কাটতে হল। কিন্তু কেন এমন ঘটল, তা নিয়েই প্রশ্ন উঠে পড়েছে। একজন মুখ্যমন্ত্রী, রাজ্যের শাসক দলের সুপ্রিমো, যিনি জেড ক্যাটগরি নিরাপত্তা পান, কেন তাঁর মতো ভিভিআইপি-র হেলিকপ্টার পথ হারিয়ে ফেলবে।

অবিলম্বে তদন্তের আর্জি জানানো হয়েছে রাজ্য সরকার তথা শাসক দলের পক্ষ থেকে। এর মধ্যে কোনও সন্দেহের কারণ রয়েছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে। এর আগেও বিহারের পাটনা থেকে কলকাতায় ফেরার সময় আকাশপথে চক্কর কাটতে হয়ছিল মুখ্যমন্ত্রীকে। তা নিয়ে কম জলঘোলা হয়নি। এবার ভোট প্রচারের সময় হেলিকপ্টার বিভ্রাটে পড়লেন মমতা।

উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায় এদিনই পাহাড়ে উঠবেন। দার্জিলিংয়ে তাঁর সভা রয়েছে বৃহস্পতিবার। ফলে এদিন সন্ধ্যা নামারআগেই তাঁকে পৌঁছে যেতে হবে পাহাড়ে। সেই কারণেই তাঁর তাড়া ছিল চোপড়া আসার। ১টা ২০ মিনিট নাগাট তাঁর আসার কথা ছিল। কিন্তু তাঁর ল্যান্ড করতে ঘড়িতে ১টা ৫৫ বেজে যায়।

English summary
Chief Minister Mamata Banerjee's helicopter lost the road in North Bengal. It took time 55 minutes to cross the 22 minute’s route
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X