For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

স্বপ্নের দার্জিলিং গড়ে তুলতে উদ্যোগ মুখ্যমন্ত্রীর! নতুন পর্যটন কেন্দ্র তৈরির নির্দেশ

দার্জিলিংকে ঘিরে নতুন করে উন্নয়নের পরিকল্পনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। লালকুঠীকে ঘিরে পর্যটন কেন্দ্র গড়ে তোলার নির্দেশ দিয়েছেন তিনি।

  • |
Google Oneindia Bengali News

দার্জিলিংকে ঘিরে নতুন করে উন্নয়নের পরিকল্পনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। লালকুঠীকে ঘিরে পর্যটন কেন্দ্র গড়ে তোলার নির্দেশ দিয়েছেন তিনি। সরকারি পর্যায়ে টুরিস্ট লজ গড়ে তোলার জন্যও নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।

স্বপ্নের দার্জিলিং গড়ে তুলতে উদ্যোগ মুখ্যমন্ত্রীর! নতুন পর্যটন কেন্দ্র তৈরির নির্দেশ

তিন দিনের সফরে সোমবার দার্জিলিং-এ পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দুপুরে জিটিএ-র পর্যালোচনা বৈঠক। তার আগে মঙ্গলবার সকালে পায়ে হেঁটেই বেরিয়ে পড়েন মুখ্যমন্ত্রী। লালকুঠীতে পৌঁছে নতুন পরিকল্পনার কথা জানান মমতা বন্দ্যোপাধ্যায়।

দার্জিলিং-এ সারা বছর পর্যটকদের যাতায়াত লেগেই রয়েছে। সবসময়ই নতুন কিছুর আশা করেন পর্যটকরা। এবার তাই নিজেই উন্নয়নের পরিকল্পনা করে ফেললেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার সকালে পায়ে হেঁটে লালকুঠীতে পৌঁছনোর পর জায়গাটিকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। জিটিএ-র প্রধান সচিবকে এবিষয়ে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। এছাড়াও এলাকায় সরকারি পর্যায়ে টুরিস্ট লজ গড়ে তোলার কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের শাখা থেকে শুরু করে নতুন বিশ্ববিদ্যালয়, দার্জিলিংকে ঘিরে চলছে উন্নয়নের যজ্ঞ।

দার্জিলিং-এ বিভিন্ন জনগোষ্ঠীর জন্য হয়েছে বিভিন্ন উন্নয়ন পর্যদ। জনগোষ্ঠীগুলোর কাছে দার্জিলিং-এ উন্নয়নের জন্য কী ব্যবস্থা নেওয়া যেতে পারে, তাও এর আগে খোঁজ খবর করেছিলেন মুখ্যমন্ত্রী। পর্যটন ও কর্ম সংস্থানের জন্য কোন কোন বিষয় কার্যকরী হতে পারে তারও খোঁজখবর করেছিলেন মুখ্যমন্ত্রী।

[আরও পড়ুন: 'বিজেপির কোনও চান্স নেই বাংলায়'! বিজয়বর্গীয়র গলায় কেন অনুব্রত মণ্ডলের সুর ][আরও পড়ুন: 'বিজেপির কোনও চান্স নেই বাংলায়'! বিজয়বর্গীয়র গলায় কেন অনুব্রত মণ্ডলের সুর ]

এবছরেই দার্জিলিং-এ হয়েছে শিল্প সম্মেলন। হোটেল, পর্যটন, উদ্যানপালন, আইটি-সহ সব বিষয়ে বিনিয়োগের সুয়োগ দার্জিলিং-এ রয়েছে, তা তুলে ধরে হয়েছিল সেই শিল্প সম্মেলনে। সেখানে গিয়েছিলেন সঞ্জীব গোয়েঙ্কা, হর্ষবর্ধন নেওটিয়া, সত্যম রায়চৌধুরীর মতো শিল্পপতিরা।

[আরও পড়ুন: রাহুলের চেয়ে ৪০০ ধাপ এগিয়ে মোদী, ২০১৯ লোকসভা ভোট নিয়ে সামনে এল আই-প্যাকের সমীক্ষা][আরও পড়ুন: রাহুলের চেয়ে ৪০০ ধাপ এগিয়ে মোদী, ২০১৯ লোকসভা ভোট নিয়ে সামনে এল আই-প্যাকের সমীক্ষা]

এর আগে দার্জিলিং সফরে গিয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন, দার্জিলিং সবুজ থাকলে তবেই পর্যটক বাড়বে। বিভিন্ন পরিকল্পনা খাতে ৫০০ কোটি টাকার বরাদ্দের কথা ঘোষণা করেছিলেন তিনি।

[আরও পড়ুন: মহাকাশ গবেষণায় নয়া সাফল্য! এবার উত্তর মেরুতে উপগ্রহ গ্রাউন্ড স্টেশন বানাবে ইসরো][আরও পড়ুন: মহাকাশ গবেষণায় নয়া সাফল্য! এবার উত্তর মেরুতে উপগ্রহ গ্রাউন্ড স্টেশন বানাবে ইসরো]

English summary
Chief Minister Mamata Banerjee decided to set up Tourism centre at Lalkuthi in Darjeeling
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X