For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চাষীরা পাচ্ছে না ঋণ, যা নিয়ে পালাচ্ছে অন্য লোক! নাম না করে মোদীকে কটাক্ষ মমতার

নীরব মোদী, বিজয় মালিয়াদের মতো যারা ব্যাঙ্ক ঋণ নিয়ে দেশ ছেড়ে পালিয়েছে তাদের নাম না করেই মুখ্যমন্ত্রী বলেন অন্য লোকে ব্যাঙ্কের টাকা নিয়ে পালাচ্ছে, কিন্তু তা পাচ্ছে না গরিব চাষীরা।

  • |
Google Oneindia Bengali News

দক্ষিণ ২৪ পরগনার প্রশাসনিক বৈঠক থেকে ব্যাঙ্ক ঋণ নিয়ে কেন্দ্রকে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীরব মোদী, বিজয় মালিয়াদের মতো যারা ব্যাঙ্ক ঋণ নিয়ে দেশ ছেড়ে পালিয়েছে তাদের নাম না করেই মুখ্যমন্ত্রী বলেন অন্য লোকে ব্যাঙ্কের টাকা নিয়ে পালাচ্ছে, কিন্তু তা পাচ্ছে না গরিব চাষীরা।

চাষীরা পাচ্ছে না ঋণ, যা নিয়ে পালাচ্ছে অন্য লোক! নাম না করে মোদীকে কটাক্ষ মমতার

পৈলানে চলছিল দক্ষিণ ২৪ পরগনার প্রশাসনিক বৈঠক। সেখানেই মুখ্যমন্ত্রীর প্রশ্নের জবাব দিচ্ছিলেন আধিকারিকরা। একটা সময় কৃষকদের দেওয়া ঋণ নিয়ে আধিকারিকদের প্রশ্ন করেন মুখ্যমন্ত্রী। কিন্তু উত্তর মনমতো না হওয়ায় সরাসরি কেন্দ্রকেই দায়ী করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, কৃষকরা যাঁরা ঋণ শোধ করছেন, তাঁরা ফের ঋণ নেওয়ার সুযোগ পাচ্ছেন না। এই সময় মুখ্যমন্ত্রী বলেন অন্য লোকে ব্যাঙ্কের টাকা নিয়ে পালাচ্ছে, কিন্তু তা পাচ্ছে না গরিব চাষীরা।

সাম্প্রতিক কালে প্রথমে বিজয় মালিয়া প্রায় ৯ হাজার কোটি টাকা এবং নীরব মোদী, মেহুল চোকসহি প্রায় ১১ হাজার কোটি টাকা ঋণ নিয়ে তা শোধ না করেই দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন। তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে ঋণের কিছু অংশ আদায়ের চেষ্টা চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

চাষীরা পাচ্ছে না ঋণ, যা নিয়ে পালাচ্ছে অন্য লোক! নাম না করে মোদীকে কটাক্ষ মমতার

যদিও চাষীদের ঋণ প্রদান নিয়ে অভিযোগ দীর্ঘদিনের। বড় বড় ব্যবসায়ীরা ঋণ পেলেও ঋণ পান না ক্ষুদ্র কিংবা প্রান্তিক চাষীরা। ঋণ নেওয়ার সময় বড় ব্যবসায়ীদের যে সুযোগ দেওয়া হয়, সেই সুযোগ দেওয়া হয় না ক্ষুদ্র কিংবা প্রান্তিক চাষীদের। কেন্দ্রের তরফে বিভিন্ন সময়ে চাষীদের উন্নতির নানা দাবি করা হলেও, ঋণ নিয়ে অভিযোগের যে কোনও রকমের পরিবর্তন হয়নি, তা আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অভিযোগ।

English summary
Chief Minister Mamata Banerjee criticises Modi Goverment over loan disbursement to farmars
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X