For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুখ্যমন্ত্রী মমতা আর অতীতের বিরোধী নেত্রী মমতায় কোনও তফাৎ নেই, পথেই খোঁজেন দিশা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে আদতে কোনও তফাৎ নেই। বিরোধী নেত্রী হিসেবে তিনি যেভাবে আন্দোলন সংঘটিত করেছিলেন, প্রতিবাদকে পথে নেমে গণ আন্দোলনে রূপ দিয়েছিলে

  • |
Google Oneindia Bengali News

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে আদতে কোনও তফাৎ নেই। বিরোধী নেত্রী হিসেবে তিনি যেভাবে আন্দোলন সংঘটিত করেছিলেন, প্রতিবাদে পথে নেমে গণ আন্দোলনে রূপ দিয়েছিলেন। রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবেই তিনি একইরকম রয়েছেন। তাই নাগরিকত্ব আইনের প্রতিবাদে তিনি পথে নেমেই প্রতিবাদে সামিল হয়েছেন।

পথ বারবার পথ দেখিয়েছে মমতাকে

পথ বারবার পথ দেখিয়েছে মমতাকে

আসলে পথ বারবার পথ দেখিয়েছে মমতাকে। এই পথের দিশাতেই তিনি অতিক্রম করেছেন জগদ্দল পাথর সমান বামফ্রন্টের বাধা। তখন তিনি ছিলেন বিরোধী নেত্রী। আর এখন মুখ্যমন্ত্রী হয়েও সমানভাবেই তিনি পথে নেমে বিরোধিতা করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় পদে পদে বুঝিয়ে দিচ্ছেন, শাসক আর বিরোধী হিসেবে তাঁর পরিবর্তন নেই।

গণ আন্দোলন গড়ে তুলতে পথই মাধ্যম

গণ আন্দোলন গড়ে তুলতে পথই মাধ্যম

মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিচ্ছেন তিনি বিরোধী নেত্রী হিসেবে যেমন রাস্তায় নেমে গণ আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, মানুষের স্বার্থে মুখ্যমন্ত্রী হিসেবেও গণ আন্দোলন গড়ে তুলতে পথকেই করবেন মাধ্যম। পথে নেমেই প্রতিবাদ হবে। গণ আন্দাোলনে রূপ দেবেন তাঁর প্রতিবাদকে। পথই তাঁকে পথ দেখাবে, দেবে নতুন দিশা।

পথে নেমে মিছিলই নয়, সংযোগও

পথে নেমে মিছিলই নয়, সংযোগও

শুধু পথে নেমে মিছিলই নয়, এত মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ সাদনও হচ্ছে কথা হচ্ছে। মানুষের সাড়া বুছে নিতে পারছেন। আর এই মিছিল থেকে মানুষকে সামনে থেকে বার্তা দিতে পারছেন-‘আমার জীবন দিতে পারি, তবে ঘৃণার রাজনীতির কাছে মাথা নত করব না'

নাগরিকত্ব আইন ফের পথে ফেরাল মমতাকে

নাগরিকত্ব আইন ফের পথে ফেরাল মমতাকে

নাগরিকত্ব আইন ফের পথে ফেরাল মমতা বন্দ্যোপাধ্যায়কে। আর এই পথই তাঁকে মাইলেজ দেবে বলে মনে করছে রাজনৈতিক মহল। গণ-আন্দোলনকেই হাতিয়ার করে রাজ্য-রাজনীতিতে উত্থান হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। বাম শাসনের অবসান ঘটিয়েছিলেন তিনি। ফের পথে নেমে পথ চেনার মাধ্যমেই তিনি বিজেপিকে আটকানোর রসদ জোগাড় করে নেবেন।

রাজনীতিতে মমতা-ব্র্যান্ড

রাজনীতিতে মমতা-ব্র্যান্ড

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতিতে ব্র্যান্ড হয়ে গিয়েছে পথে নেমে আন্দোলন। সেই মহাকরণ অভিযান থেকে শুরু, তারপর সিঙ্গুর আন্দোলন থেকে নন্দীগ্রাম, কিংবা নেতাই- পথই তাঁকে পথ দেখিয়েছে। সিঙ্গুরে জাতীয় সড়কে নেমে আন্দোলন করেছিলেন মানুষকে নিয়ে। গণ আন্দোলনের রূপ দিয়েছিলেন সিঙ্গুরকে, নন্দীগ্রামকেও।

ইতিমধ্যেই তিনটি বড় মিছিল

ইতিমধ্যেই তিনটি বড় মিছিল

ইতিমধ্যে দু'টি বড় প্রতিবাদ মিছিলের নেতৃত্ব দিয়েছেন তিনি। এদিন অর্থাৎ বুধবার আরও একটা প্রতিবাদ মিছিল হল হাওড়া থেকে ধর্মতলা পর্যন্ত। সেখানেও নেতৃত্বে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে সেভাবে বাংলার কোনও মুখ্যমন্ত্রীকে পথে নামতে দেখেনি জনতা।

'অযোধ্যার রামমন্দির ট্রাস্টে থাকবেন না বিজেপির কোনও সদস্য' , অবস্থান স্পষ্ট করলেন অমিত শাহ'অযোধ্যার রামমন্দির ট্রাস্টে থাকবেন না বিজেপির কোনও সদস্য' , অবস্থান স্পষ্ট করলেন অমিত শাহ

দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আগুন জ্বালাবেন না! কেন আধার, প্যান তৈরি, অমিত শাহকে প্রশ্ন মমতারদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আগুন জ্বালাবেন না! কেন আধার, প্যান তৈরি, অমিত শাহকে প্রশ্ন মমতার

English summary
Chief Minister Mamata Banerjee and opponent leader Mamata Banerjee are same. Two Mamatas prefer Streets to build brand-politics of her protest,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X