For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কুশমণ্ডি গণধর্ষণ কাণ্ডে কড়া বার্তা মমতার, নারী নির্যাতন রুখতে সবাইকে আহ্বান

কুশমন্ডির নির্যাতিতার পাশে আছে রাজ্য সরকার। আদিবাসী বোন মানে তার নিজের ঘরের বোন। গঙ্গারামপুরের সরকারি সভা থেকে এমনটাই জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

  • |
Google Oneindia Bengali News

কুশমন্ডির নির্যাতিতার পাশে আছে রাজ্য সরকার। আদিবাসী বোন মানে তার নিজের ঘরের বোন। গঙ্গারামপুরের সরকারি সভা থেকে এমনটাই জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নারী নির্যাতন রুখতে সবাইকে এগিয়ে আসার বার্তাও দিয়েছেন মুখ্যমন্ত্রী।

কুশমণ্ডি গণধর্ষণ কাণ্ডে কড়া বার্তা, নারী নির্যাতন রুখতে সবাইকে আহ্বান

গঙ্গারামপুরের সভায় মুখ্যমন্ত্রী জানান, নির্যাতিতার যাতে কোনও অসুবিধা না নয়, তার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে সরকারি পর্যায়ে। চার লক্ষ বারো হাজার টাকা নির্যাতিতার অ্যাকাউন্টে জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। নির্যাতিতা ভাল হয়ে উঠুন, সুস্থ হয়ে উঠুন। এমনটাই প্রার্থনা করেছেন মুখ্যমন্ত্রী।

এখনও সমাজে কিছু কিছু লোক রয়েছেন, যারা এই ধরনের নোংরা কাজের সঙ্গে যুক্ত, তাদেরকে রোখার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বিষয়টিকে আটকাতে মা-বোনেদের এগিয়া আসার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ছাত্র-যুব-শ্রমিক-কৃষককেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী সচেতনতা বৃদ্ধিরও ডাক দিয়েছেন। কন্যাশ্রীর মেয়েদের এইসব ঘটনার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। যুবশ্রীর ছেলেমেয়ে এবং স্বাস্থ্য সাথীর ছেলে মেয়েদেরও এই ধরনের ঘটনার বিরুদ্ধে রুখে দাঁড়ানো আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

মঙ্গলবার মালদহে সরকারি সভা সেরে মালদহ মেডিকেল কলেজে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে কুশমন্ডির নির্যাতিতার অবস্থা নিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। সরকারি তরফে চিকিৎসার যাবতীয় খরচ বহন করার পাশাপাশি ভবিষ্যতেও নির্যাতিতার পাশে থাকার বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

English summary
Chief Minister announced moneytary help for harassed woman for Kushmandi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X