For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লালগড় পথ চেয়ে বসে আছে, জঙ্গলমহলে পৌঁছেই মিছিলে হাঁটবেন ‘জনসাধারণের নেতা’ ছত্রধর

১১ বছর পর ঘরে ফিরছেন লালগড়ের ‘নায়ক’ ছত্রধর মাহাতো। তাঁর অপেক্ষায় প্রহর গুনছেন লালগড়বাসী। অভ্যর্থনায় ভরিয়ে দিতে তাই আড়ম্বরে কমতি নেই। এদিনই আয়োজন করা হয়েছে এক বিশাল মিছিলে।

Google Oneindia Bengali News

১১ বছর পর ঘরে ফিরছেন লালগড়ের 'নায়ক' ছত্রধর মাহাতো। তাঁর অপেক্ষায় প্রহর গুনছেন লালগড়বাসী। অভ্যর্থনায় ভরিয়ে দিতে তাই আড়ম্বরে কমতি নেই। এদিনই আয়োজন করা হয়েছে এক বিশাল মিছিলে। সেই মিছিলে হাঁটবেন ছত্রধর মাহাতো। সঙ্গে থাকবেন তাঁর আন্দোলনের সঙ্গীসাথীরা। সাজো সাজো রব জঙ্গলমহলের লালগড়ে।

মানুষের মিছিলে হাঁটবেন ছত্রধর

মানুষের মিছিলে হাঁটবেন ছত্রধর

১১ বছর জেলের অন্ধকার কুঠুরির মধ্যে দিন কেটেছে। আবোর দেখা মিলতেই তিনি নিজেকে মানুষের কাজে সঁপে দিতে চান। তাঁর ছায়াসঙ্গী হিসেবে পরিচিত ছিলেন শ্যামল মাহাতো, তিনিই জানালেন, মানুষের মিছিলে হাঁটবেন তিনি। এভাবেই তিনি ফিরবে সমাজের মূলস্রোতে।

জঙ্গলমহলের স্বপ্ন পূরণের চেষ্টায়

জঙ্গলমহলের স্বপ্ন পূরণের চেষ্টায়

জেল থেকে মুক্তি পেয়েই ছত্রধর বলেছিলেন, সাধারণ মানুষকে নিয়ে তিনি জঙ্গলমহলের স্বপ্ন পূরণের চেষ্টা করবেন। মমতা বন্দ্যোপাধ্যায় একা চেষ্টা করে য়াচ্ছেন, তিনিও এবার সেই স্বপ্ন পূরণের কাণ্ডারি হবেন। তিনি এমন মন্তব্যও করেন, আমার আর দিদির দেখা স্বপ্ন এক। সেই স্বপ্নগুলো এবার সব বাস্তবে রূপান্তরিত করতে হবে।

লালগড় ছত্রধরকে বরণ করে নেবে

লালগড় ছত্রধরকে বরণ করে নেবে

শ্যামল মাহাতে তৃণমূলের নেতা। তিনি জানান, লালগড় ছত্রধরকে বরণ করে নেবে। সেজন্য মানুষ বসে আছেন। তাঁর উন্নয়ন চিন্তা, মানুষের পাশে থেকে আন্দোলন মানুষ মনে রেখেছে। রবিবার তার প্রমাণ মিলবে জঙ্গলমহলে। মানুষ ছত্রধরের নেতৃত্বে মিছিল করে তা বুঝিয়ে দেবেন।

জঙ্গলমহল নিয়ে স্বপ্ন

জঙ্গলমহল নিয়ে স্বপ্ন

ছত্রধরের কথায়, রাজ্যে এখন পট পরিবর্তন হয়েছে। বাম জমানার অবসান ঘটেছে। রাজ্যে ক্ষমতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। তিনিও জঙ্গলমহল নিয়ে স্বপ্ন দেখেছিলেন, যেমনটা আমিও দেখেছিলাম। অনেক কাজ হয়েছে, অনেক কাজ বাকিও। তাই বাকি কাজ করতে হবে। তিনি চান জঙ্গলমহলের মানুষকে নিয়েই সেই কাজ করতে।

তৃণমূলের সঙ্গে থেকেই কাজ

তৃণমূলের সঙ্গে থেকেই কাজ

ছত্রধরের এই বয়ান একপ্রকা জানিয়েই দিচ্ছে তিনি তৃণমূলের সঙ্গে থেকেই কাজ করবেন। ফের জঙ্গলমহলে তিনি প্রাসঙ্গিক করে তুলবেন নিজেকে। তৃণমূলকেও হারানো জমি ফেরত দেওয়ার কাজ শুরু করবেন। তাই জেল থেকে বেরিয়েই তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশস্তি করেছেন।

English summary
Chhatradhar Mahato will participate in a rally in Jangalmahal. He sees dream of developed Jangalmahal.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X