For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ছত্রধর কেন গ্রেফতার, ভোটের বাংলায় বিজেপির বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ স্ত্রী’র

প্রথম দফার ভোট ফুরোতেই জঙ্গলমহলের তৃণমূল নেতা ছত্রধর মাহাতোকে গ্রেফতার করল এনআইএ। জাতীয় তদন্তকারীর সংস্থার হাতে গ্রেফতারের পরই গর্জে উঠলেন ছত্রধরের স্ত্রী।

Google Oneindia Bengali News

প্রথম দফার ভোট ফুরোতেই জঙ্গলমহলের তৃণমূল নেতা ছত্রধর মাহাতোকে গ্রেফতার করল এনআইএ। জাতীয় তদন্তকারীর সংস্থার হাতে গ্রেফতারের পরই গর্জে উঠলেন ছত্রধরের স্ত্রী। বিজেপির বিরুদ্ধে আঙুল তুলেই জানিয়ে দিলেন কী কারণে তাঁর স্বামীকে গ্রেফতার হতে হল। স্ত্রীর অভিযোগ, গ্রেফতারির সময় হেনস্থাও করা হয়েছে ছত্রধরকে।

ছত্রধর কেন গ্রেফতার, বিজেপির বিরুদ্ধে অভিযোগ স্ত্রীর

ছত্রধরের স্ত্রী নিয়তি মাহাতো জানিয়েছেন, তাঁর স্বামীকে গ্রেফতার করা হয়েছে। কারণ তিনি বিজেপিতে যোগ দিতে চাননি। তৃণমূলের রাজ্য কমিটির সম্পাদক ছত্রধর মাহাতোকে তাই জঙ্গলমহলে ভোটের পরদিনই লালগড়ের বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয়। নিয়তির অভিযোগ, গ্রেফতারির সময় ছেলের সঙ্গেও তদন্তকারী অফিসারদের ধস্তাধস্তি হয়েছে।

তিনি প্রশ্ন তুলেছেন, রাতের অন্ধকারে নিঃশব্দে বাড়িতে ঢুকে তুলে নিয়ে যাওয়া হয়েছে ছত্রধর মাহাতোকে। গভীর রাতে ১৫-২০ জন বাড়ির ছাদের উপর উঠে পড়েন। ছত্রধরের নিরাপত্তাকর্মীদের মোবাইল কেড়ে নিয়ে টেনে-হিঁচড়ে ছত্রধরকে তুলে নিয়ে যান এনআইএ অফিসাররা। সেইসময় বাধা দিতে যাওয়ায় মারধর করা হয় তাদের ছেলেকেও।

একাধিক মামলায় জনসাধারণের কমিটির প্রাক্তন নেতা ছত্রধর মাহাতোকে তলব করেছিল এনআইএ। আগে তিনি শারীরিক কারণে হাজিরা দিতে যাননি। এবার তিনি গ্রেফতার হলেন। ইতিমধ্যে ১০ বছর জেল খেটেছেন ছত্রধর মাহাতো। তারপরও তাঁকে পুরনো এক মামলায় গ্রেফতার করা হল। এই পরিপ্রেক্ষিতে নিয়তি দাবি করেন, সরাসরি তাঁকে বিজেপিতে যোগদানের কথা বলা হয়েছিল। তবেই একমাত্র নিষ্কৃতি মিলতে পারে গ্রেফতারি থেকে। এই প্রস্তাব গ্রহণ না করাতেই তাঁকে গ্রেফতার হতে হল।

English summary
Chhatradhar Mahato is arrested not to accept BJP’s joining proposal, complains his wife.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X