৮০ দিনে দেশব্যাপী প্রথমবার বাড়ল পেট্রোল, ডিজেলের দাম! একনজরে রাজ্যের মূল্য
দেশব্যাপী লকডাউনের বিধিনিষেধ ওঠার সঙ্গে সঙ্গেই বাড়ছে পেট্রোল ও ডিজেলের চাহিদা। আন্তর্জাতিক বাজারে তেলের দাম এখন ব্যারেল পিছু ৪০ ডলারের ওপরে। সেই পরিস্থিতিতে তেল কোম্পানিগুলি পেট্রোল ও ডিজেলের দাম লিটার পিছু বাড়াল ৬০ পয়সা করে। গত ৮০ দিনে এই প্রথমবার দেশব্যাপী পেট্রোল ও ডিজেলের দাম বাড়ানো হল।
কেন্দ্রের টাকা অপব্যবহারের অভিযোগ! কীভাবে বিভ্রান্ত করছে রাজ্য সরকার, তথ্য তুলে বললেন দিলীপ ঘোষ

শেষবার বেড়েছিল ১৬ মার্চ
দেশব্যাপী পেট্রোল ও ডিজেলের দাম শেষবার বেড়েছিল ১৬ মার্চ। বিভিন্ন রাজ্য সরকার সেই সময় ভ্যাট ও সেস বাড়িয়েছিল।

গতমাসে বেড়েছিল শুল্ক
গতমাসে কেন্দ্রীয় সরকার পেট্রোল ও ডিজেলে যথাক্রমে শুল্ক বাড়িয়েছিল ১০ টাকা ও ১৩ টাকা করে। কিন্তু তাতে সাধারণের ওপর কোনও প্রভাব পড়েনি। কারণ আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমে গিয়েছিল।

প্রতিদিন নির্ধারিত হয় পেট্রোল, ডিজেলের মূল্য
ভারতে প্রতিদিনের ভিত্তিতে পেট্রোল ও ডিজেলের মূল্য নির্ধারিত হয়। কেননা ভারতে চাহিদার প্রায় ৮০ শতাংশ জ্বালানি আমদানি করতে হয়।

একনজরে মেট্রোশহরগুলোতে পেট্রোল, ডিজেলের মূল্য
কলকাতায় পেট্রোল ও ডিজেলের মূল্য যথাক্রমে লিটার পিছু ৬৬.৭১ টাকা ও ৭৪.৪৬ টাকা। দিল্লিতে পেট্রোল ও ডিজেলের মূল্য যথাক্রমে লিটার পিছু ৭০.৫৯ ও ৭১.৮৬।