For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পুরুলিয়ায় মোদীর সভায় চেয়ার ছোড়াছুড়ি! প্রতিক্রিয়ায় কী বললেন মমতা

ষষ্ঠদফা ভোট যুদ্ধের আগে এদিন রাজ্যে মোদী -মমতার হাইভোল্টেজ লড়াই জমে ওঠে। এদিন বাঁকুড়া, পুরুলিয়ার মাটিতে মোদী আর মমতার জোড়া সভা ঘিরে ভোট ভোল্টেজ তুঙ্গে ওঠে।

Google Oneindia Bengali News

ষষ্ঠদফা ভোট যুদ্ধের আগে এদিন রাজ্যে মোদী -মমতার হাইভোল্টেজ লড়াই জমে ওঠে। এদিন বাঁকুড়া, পুরুলিয়ার মাটিতে মোদী আর মমতার জোড়া সভা ঘিরে ভোট ভোল্টেজ তুঙ্গে ওঠে। এদিকে, বাঁকুড়ার পর এদিন পুরুলিয়ায় সভায় যোদ দেন মোদী। তবে মোদী যে সময়ে বাঁকুড়ার সভায় যোগ দিয়ে বক্তব্য় রাখছেন, সেই সময়ে পুরুলিয়াতে তাঁর জন্য অপেক্ষারত জনতার মধ্যে বিশৃঙ্খলা দেখা যায়। ঘটনায় আহত হয়েছেন অনেকে।

পুরুলিয়ায় মোদীর সভায় চেয়ার ছোড়াছুড়ি! প্রতিক্রিয়ায় কী বললেন মমতা

পুরুলিয়ায় সভায় ছাউনির তলায় আসবার জন্য চেষ্টা করতে থাকেন বহু বিজেপি সমর্থক। এরপর চেয়ার সরিয়ে দিয়ে তাঁরা ভিতকে ঢোকবার চেষ্টা করেন। সেই সময় শুরু হয় চেয়ার ছোড়াছুড়ি । পরিস্থিতি বাগে আনতে বেগ পেতে হয় পুলিশকে। এদিকে, পুরুলিয়াতে তৃণমূলের সভায় বক্তব্য রাখার সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছে যায় এই বিশৃঙ্খলার তথ্য। তিনি পুরুলিয়ার মঞ্চ থেকে বলেন, 'আমাদের সভায় এমন বিশৃঙ্খলা হয়না। '

[আরও পড়ুন: 'মোদীকে রাবণের মতো দেখতে,.. মিথ্যুক', বাঁকুড়ায় ভোট-ভোল্টেজ চড়িয়ে ঝাঁঝালো মমতা][আরও পড়ুন: 'মোদীকে রাবণের মতো দেখতে,.. মিথ্যুক', বাঁকুড়ায় ভোট-ভোল্টেজ চড়িয়ে ঝাঁঝালো মমতা]

পাশপাশি তাঁর দাবি, পুরুলিয়ার সভায় বিজেপি সমর্থকরা রাজ্য পুলিশকে মানতে চানননি। উল্টে রাজ্য পুলিশকে চেয়ার ছোড়া হয়েছে বিজেপির সভায় বলে দাবি, করেন মুখ্যমন্ত্রী। রাজ্যপুলিশের সামনেই কেন্দ্রিয় বাহিনীর উপস্থিতিতে চলেছে এরকম বিশৃঙ্খলা ।

[আরও পড়ুন: '৪২ জন প্রার্থী তুলে নেওয়ার হুমকি', মোদীকে সরাসরি চ্যালেঞ্জে মমতা তুললেন গোপন 'পেনড্রাইভ' প্রসঙ্গ ][আরও পড়ুন: '৪২ জন প্রার্থী তুলে নেওয়ার হুমকি', মোদীকে সরাসরি চ্যালেঞ্জে মমতা তুললেন গোপন 'পেনড্রাইভ' প্রসঙ্গ ]

English summary
Chaose in Modi's meeting of Purulia,here is the video.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X