For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিসর্জনের শোভাযাত্রায় শ্লীলতাহানিকে কেন্দ্র করে রণক্ষেত্র রায়গঞ্জ

দশমীর রাতে বিসর্জনের একটি শোভাযাত্রা যাওয়ার সময় এক মহিলার শ্লীলতাহানির ঘটনাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাঁধে।

  • |
Google Oneindia Bengali News

দশমীর রাতে বিসর্জনের একটি শোভাযাত্রা যাওয়ার সময় এক মহিলার শ্লীলতাহানির ঘটনাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাঁধে। এই ঘটনাকে কেন্দ্র করে গুলি চালানোর অভিযোগ উঠেছে। পরিস্থিতি সামাল দিতে গিয়ে আক্রান্ত হন তিন পুলিশ কর্মী সহ বেশ কয়েকজন।

বিসর্জনের শোভাযাত্রায় শ্লীলতাহানিকে কেন্দ্র করে রণক্ষেত্র রায়গঞ্জ

ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরের বকুলতলা এলাকায়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী এসে নিয়ন্ত্রণে আনে। আহতদের রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শ্লীলতাহানির ঘটনার প্রতিবাদে আন্দোলনে নামে তৃণমূল ছাত্র সংগঠন টিএমসিপি।

অভিযুক্তদের বিরুদ্ধে রায়গঞ্জ থানায় অভিযোগ দায়ের করে নির্যাতিতা মহিলার। ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ। দশমীর সন্ধ্যা থেকে প্রতিমা নিরঞ্জনের সময় রায়গঞ্জ শহর থেকে প্রতিটি পূজো কমিটি রাজপথ দিয়ে শোভাযাত্রা বের করে। পূজো কমিটিগুলির এই শোভাযাত্রা দেখতে রাস্তার দুধারে হাজার মানুষের সমাগম হয়।

মঙ্গলবার রাতে শহরের বকুলতলা এলাকায় এক মহিলার শ্লীলতাহানি করার অভিযোগ ওঠে এক যুবকের বিরুদ্ধে। নির্যাতিতা মহিলা প্রতিবাদও করে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে এলাকা।

স্থানীয় সূত্রের খবর পরে ওই অভিযুক্ত যুবক দলবল নিয়ে এসে ওই নির্যাতিতা মহিলার উপর আবার চড়াও হলে এলাকার যুবকদের সাথে ব্যাপক সংঘর্ষ বেধে যায়। অভিযোগ দুস্কৃতীরা গুলিও চালায়। ঘটনাস্থলে ছুটে আসেন রায়গঞ্জ থানার বিশাল পুলিশবাহিনী। এরপর পুলিশের উপরেও হামলা হয় । রায়গঞ্জ থানার সন্দীপ চক্রবর্তী সহ তিন পুলিশ কর্মী আহত হন। আহত হন দুপক্ষের বেশ কয়েকজন। এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

প্রকাশ্যে জনবহুল এলাকায় থানা থেকে মাত্র দুশো মিটার দূরে এক মহিলার শ্লীলতাহানির ঘটনার প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা রায়গঞ্জ থানায় বিক্ষোভ দেখাতে শুরু করেন। অভিযোগ, রায়গঞ্জ থানার বাইরের কিছু অংশে ভাঙচুরও করে উত্তেজিত বিক্ষোভকারীরা। নির্যাতিতা ওই মহিলা অভিযুক্তের বিরুদ্ধে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করার পাশাপাশি কঠোর শাস্তি দাবি তুলেছেন।

এই ঘটনার তদন্ত করে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তৃণমূল ছাত্র পরিষদের উত্তর দিনাজপুর জেলা সভাপতি অনুপ কর বলেন, অবিলম্বে পুলিশ যথাযথ ব্যবস্থা গ্রহণ না করলে বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দিয়েছে তৃণমূল ছাত্র পরিষদ। উত্তর দিনাজপুর জেলা পুলিশ সুপার সুমিত কুমার জানিয়েছেন, অনেক রাতে ঘটনাটি ঘটেছে। এই বিষয়ে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

English summary
Chaos in Raigunj as woman allegedly molested in idol immersion rally
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X