For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‌নিয়মে বদল, এবার থেকে করোনায় মৃত রোগীদের দেখতে পারবে পরিবার–পরিজনরা

Google Oneindia Bengali News

করোনা ভাইরাসে মত্যু হলে তাঁর পরিবার–পরিজন কাউকেই সেই মৃতদেহ দেখার বা শেষকৃত্য করার অনুমতি দেওয়া হত না সংক্রমণের কারণে। কিন্তু এবার সেই নিয়ম ভাঙতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। শুক্রবার রাজ্যের স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে যে এবার থেকে করোনা ভাইরাসে কারোর মৃত্যু হলে তাঁর বাড়ির লোক নির্দিষ্ট কিছু নিয়ম মেনে তাঁদের প্রিয়জনকে শেষবারের মতো দেখতে পারবে।

করোনায় মৃত রোগীদের দেখতে পারবে পরিবার–পরিজনরা


তবে সরকারি নিয়ম অনুসারে করোনা ভাইরাস আক্রান্তের দেহ হস্তান্তর করা হবে না পরিবারকে এবং কাছ থেকেও দেখতেও পারবে না। সরকারিভাবে বলা হয়েছে, কোভিড–১৯–এর জন্য যদি কেউ মারা যান তবে তাঁর পরিবারের সদস্যরা একটা দুরত্ব থেকে সেই দেহ দেখতে পারবেন। যে প্লাস্টিকের ব্যাগে করে দেহটি রাখা থাকবে তা স্বচ্ছ হবে যাতে পরিবারের সদস্যরা দেহটি দূর থেকে দেখতে পারেন। তবে কাছে যাওয়ার অনুমতি নেই।’‌ তবে পরিবর্তিত নিয়মে পরিবারকে কোভিড মৃতদেহ হস্তান্তর করা হবে না এবং স্থানীয় প্রশাসনই শেষকৃটত্য সম্পন্ন করবে। সরকারিভাবে জানানো হয়েছে নতুন এই নিয়ম শীঘ্রই শুরু হবে।

শুক্রবার কলকাতা হাইকোর্ট রাজ্য সরকারকে কোভিড–১৯–এ মারা গিয়েছে এমন রোগীদের মরদেহ সম্মানজনকভাবে সমাধিস্ত বা পোড়ানো হয়নি বলে অভিযোগের একটি প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। স্বাস্থ্য দপ্তরের আধিকারিক জানিয়েছেন যে করোনা ভাইরাস রোগীর মৃত্যুর পেছনের প্রকৃত কারণ নির্ধারণের জন্য রাজ্য সরকার কর্তৃক গঠিত অডিট কমিটি বিভিন্ন কোভিড হাসপাতাল পরিদর্শন করে রোগীদের চিকিৎসার বিষয়ে খোঁজ খবর নেবে।

English summary
The family will be able to see the body of the corona patient, But will not be able to perform the funeral, The new rules belong to the West Bengal government
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X