For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সন্ত্রাস কিংবা কোনও হিংসায় মদত দেয় না তৃণমূল সরকার! শাহকে মনে করালেন নেত্রী

তদন্তের আগেই কীভাবে উনি বলে দিলেন অর্জুনের মৃত্যুটা রাজনৈতিক খুন! রাজনৈতিক জ্যোতিষী নাকি? কড়া ভাষায় অমিত শাহকে পালটা দিলেন চন্দ্রিমা ভট্টাচার্য। বিজেপি নেতা অর্জুনের মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল রাজ্য-রাজনীতি। ইতিমধ্যে এই

  • |
Google Oneindia Bengali News

তদন্তের আগেই কীভাবে উনি বলে দিলেন অর্জুনের মৃত্যুটা রাজনৈতিক খুন! রাজনৈতিক জ্যোতিষী নাকি? কড়া ভাষায় অমিত শাহকে পালটা দিলেন চন্দ্রিমা ভট্টাচার্য। বিজেপি নেতা অর্জুনের মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল রাজ্য-রাজনীতি। ইতিমধ্যে এই ঘটনাকে রাজনৈতিক খুন বলেই দাবি করেছেন অমিত শাহ। এমনকি এই ঘটনায় তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ শানিয়েছেন তিনি।

 শাহকে মনে করালেন তৃণমূল নেত্রী

শুধু তাই নয়, অর্জুনের মৃত্যুতে সিবিআই তদন্তেরও দাবি জানিয়েছেন শাহ। আর তাঁর এহেন বক্তব্যকেই পালটা চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন তৃণমূল নেত্রী।

শাহের কাশীপুর সফরের পরেই তৃণমূল ভবনে সাংবাদিকদের মুখোমুখি হন চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি বলেন, বাংলায় শান্তি রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যেভাবে শান্তিরক্ষা হয় তা দেশের অন্য কোথাও নেই। আর সেটাই কলুষিত করার চেষ্টা চলছে বলে এদিন অভিযোগ করেন নেত্রী। একই সঙ্গে কাশীপুরের ঘটনা নিয়েও সন্দেহ প্রকাশ করেন তিনি।

বলেন, কাশীপুরের ঘটনা পরিকল্পিত নয় তো? কার্যত ঘটনার পরেই একই বক্তব্য শোনা যায় কুণাল ঘোষের বক্তব্যে। সুপরিকল্পিত চিত্রনাট্য বলেও ইঙ্গিত করেছিলেন তিনি। সেই একই শঙ্কা এদিন চন্দ্রিমা ভট্টাচার্যের কথাতেও এদিন উঠে আসে।

একই সঙ্গে স্পষ্ট ভাবে জানিয়ে দেয় যে, তৃণমূল সরকার কখনই সন্ত্রাস কিংবা হিংসায় মদত দেয় না। চন্দ্রিমা বলেন, কোনও হিংসাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার প্রশয় দেয় না। ফলে কাশীপুরের ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই বলে স্পষ্ট বার্তা অমিত শাহকে। দলকে কালিমালিপ্ত করার চেষ্টা চলছে বলেও অভিযোগ নেত্রীর।

একই সঙ্গে কোর্টের প্রসঙ্গ এদিন উঠে এসেছে শাহ সহ একাধিক বিজেপি নেতার মুখে। সেই প্রসঙ্গে চন্দিমা ভট্টাচার্যের বার্তা, আদালতের ভয় দেখিয়ে কোনও লাভ নেই। সিবিআই জুজু নাকি!! বিচার ব্যবস্থার উপর আস্থা রয়েছে এবং ভরসা রয়েছে বলে মন্তব্য তাঁর। ফলে তাঁদের দিকেও আইনের রাস্তা খোলা আছে বলে ইঙ্গিত চন্দ্রিমার।

অন্যদিকে এদিন অমিত শাহ অভিযোগ করেন, তিন বছরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের বদল হননি। এমনকি সন্ত্রাস ইস্যুতে গত কমিউনিস্ট সরকারকেও তৃণমূল ছাপিয়ে গিয়েছে বলে অভিযোগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। সেই বিষয়টিকে তুলে ধরেও তাঁকে আক্রমণ করতে ছাড়েননি রাজ্যের মন্ত্রী।

বলেন, গুজরাতের ঘটনার পরে অমিত শাহেরও বদল হয়নি। সিঙ্গুর, নন্দীগ্রামের সময় অমিত শাহ কোথায় ছিলেন বলেও তোপ চন্দ্রিমা ভট্টাচার্যের। তবে অন্যায়ের বিরুদ্ধে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লড়ছেন বলে দাবি করেন তিনি।

English summary
Chandrima Bhattacharya reminds Amit Shah that TMC doesn't support any kind of violence
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X