For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ডেঙ্গি নিয়ন্ত্রণে 'ভাল' কাজ বাম পুরসভার! হেভিওয়েট মন্ত্রীর 'সার্টিফিকেটে' জল্পনা

এখানকার পরিস্থিতি ভাল। জ্বরের প্রকোপ কম বললেই চলে। শিলিগুড়িতে গিয়ে কার্যত এই ভাষাতেই বাম পরিচালিত শিলিগুড়ি পুরসভার কাজের প্রশংসা করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

  • |
Google Oneindia Bengali News

এখানকার পরিস্থিতি ভাল। জ্বরের প্রকোপ কম বললেই চলে। শিলিগুড়িতে গিয়ে কার্যত এই ভাষাতেই বাম পরিচালিত শিলিগুড়ি পুরসভার কাজের প্রশংসা করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। কার্যত খুশি মেয়র অশোক ভট্টচার্যও।

ডেঙ্গি নিয়ন্ত্রণে ভাল কাজ বাম পুরসভার! হেভিওয়েট মন্ত্রীর সার্টিফিকেটে জল্পনা

সূত্রের খবর অনুযায়ী তিনি বলেছেন, স্বাস্থ্য দফতরের সহযোগিতা পেলে আরও ভাল কাজ হত। মন্ত্রীর পরামর্শ মতো সচেতনতায় বাড়তি নজর দেওয়ার কথা জানিয়েছেন তিনি।

গতবছর শিলিগুড়িতে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছিল প্রায় বারোশো। আর মৃতের সংখ্যা সরকারিভাবে ছিল ৪। এবছরে ডেঙ্গিতে আক্রান্তের বেশ কিছু খবর পাওয়া গেলেও, মৃত্যুর ঘটনা ঘটেনি। সেদিক থেকে দেখতে গেলে কলকাতা ও আশপাশের পুর এলাকায় ইতিমধ্যেই ডেঙ্গিতে মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ফলে শিলিগুড়ি পুরসভা যে কোনও একটা অংশে ভাল কাজ করেছে তা আর বলার অপেক্ষা রাখে না।

অন্যদিকে, মেয়র অশোক ভট্টাচার্য বারবার রাজ্য সরকারের বিরুদ্ধে পুরসভাকে পর্যাপ্ত টাকা না দেওয়ার অভিযোগ করছিলেন। সেদিক থেকে দেখতে গেলে এমন পরিস্থিতিতে কার্যত পুরসভার কাজের প্রশংসার কৌশলে অশোক ভট্টাচার্যের প্রতিবাদের রাস্তাই যেন খানিকটা ভোঁতা করে দিলেন চন্দ্রিমা ভট্টাচার্য।

দিন দুয়েক আগে উত্তরবঙ্গ সফরে গিয়েছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল পরিদর্শন করেন তিনি। এছাড়াও শিলিগুড়িতে উত্তরবঙ্গের সমস্ত জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে বৈঠকও করেন তিনি।

English summary
Chandrima Bhattacharya praises the work of Siliguri Corporation on Dengi control
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X