For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পুজোর থিম-এ 'চন্দ্রযান'

  • |
Google Oneindia Bengali News

ইসরো ও চন্দ্রায়ণ ২ উৎক্ষেপণ কে থিম করে এবার তাদের পুজো মন্ডপ সাজিয়েছে মেদিনীপুরের সেখপুরা সার্বজনীন দুর্গা পূজা কমিটি। এই বছর এই পুজোর ২৮ তম বর্ষ । বাজেট ৬ লক্ষ টাকা । পুজো কমিটির সম্পাদক অভিষেক বসু বলেন যে ইসরো যে উত্ক্ষেপণ করেছে তা আমাদের দেশের গর্ব ।

পুজোর থিম-এ চন্দ্রযান

যেভাবে চাঁদে মহাকাশ যান পাঠানো হয়েছে তা থেকেই অনুপ্রাণিত হয়ে আমরা এইবারে এই ভাবনাকে সামনে রেখে মন্ডপ করেছি । বিক্রমের খোঁজ পাওয়া না গেলেও আগামী দিনে যে আমরা সাফল্য অর্জন করতে পারব তা নিয়ে আমরা নিশ্চিত । দেশ ইসরো র পাশেই আছে ।

এই বার্তা দিচ্ছি আমরা। "এই মন্ডপে দেখানো হচ্ছে এই অভিযান নিয়ে ইসরো যে ভিডিও ফুটেজ দিয়েছে সেটাও।
মহাপঞ্চমীর দিন এই পুজোর উদ্বোধন করেন মেদিনীপুরের সাংসদ বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । তবে এই পুজো কোনও রাজনৈতিক দলের কাছে দায়বদ্ধ না বলে জানিয়েছেন এই পুজোর সাথে জড়িয়ে থাকা লোকজন ।

মেদিনীপুর শহরে পুজোর ভিড় থাকে বিধাননগর, রাঙামাটি, শরতপল্লী, অরবিন্দ নগর, এই সব এলাকার পুজো তে। এত দিন সেই ভাবে পরিচিত ছিল না সেখপুরার এই পুজো । তাই লোকজন বেশি আসত না । কিন্তু এই বছর ইসরোর চাদে অভিযান কে থিম করে মন্ডপ করাহয়েছে এই খবর পাওয়ার পর লোকজন আসছেন এই পুজো দেখতে ।

English summary
Chandrayaan is the theme in west bengal's Durga Puja
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X