For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কেন্দ্রের 'গোর্খাল্যান্ড' চিঠি! রাজ্য ভাগের ষড়যন্ত্রের অভিযোগ তৃণমূল কংগ্রেসের

কেন্দ্রের 'গোর্খাল্যান্ড' চিঠি! রাজ্য ভাগের ষড়যন্ত্রের অভিযোগ তৃণমূলের

  • |
Google Oneindia Bengali News

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee) একসময়ে বলতেন পাহাড় হাসছে, জঙ্গলমহল হাসছে। কিন্তু ২০১৯-এর লোকসভা নির্বাচনের পর থেকে তা আর বলতে শোনা যায় না তাঁকে। তবে ২০২১-এর আগে যে সমস্যা তাঁকে ভোগাতে পারে, তা হল গোর্খাল্যান্ড (gorkhaland) ইস্যু। এদিনই কেন্দ্রের (Central Govt) তরফে রাজ্য সরকারকে চিঠি দেওয়া হয়েছে। সেখানে বুধবার এই ইস্যুতে বৈঠকের কথা বলা হয়েছে।

গোর্খাল্যান্ড ইস্যুতে কেন্দ্রের বৈঠকের ডাক

গোর্খাল্যান্ড ইস্যুতে কেন্দ্রের বৈঠকের ডাক

এদিন রাজ্য সরকারকে কেন্দ্রের তরফে চিঠি পাঠানো হয়েছে। সেই চিঠিতে জ্বলজ্বল করছে গোর্খাল্যান্ডের নাম। কেন্দ্রের তরফে বৈঠকের জন্য আলোচনায় ডেকেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিসান রেড্ডি। এই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে, পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্র সচিব, দার্জিলিং-এর জেলাশাসক, জিটিএর প্রধান সচিবকে। অন্যদিকে গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতিকেও এই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে কেন্দ্রের তরফে।

তৃণমূলের অভিযোগ

তৃণমূলের অভিযোগ

এই চিঠি নিয়ে তৃণমূলের অভিযোগ, বাংলা ভাগের ষড়যন্ত্র করছে বিজেপি। তা কোনওভাবেই সফল হতে দেওয়া যাবে না। তৃণমূলের তরফে আপত্তি তোলা হয়েছে, চিঠিতে থাকা গোর্খাল্যান্ড শব্দটি নিয়ে। তাদের প্রশ্ন গোর্খাল্যান্ড শব্দের ব্যবহার করে কেন্দ্র কী বোঝাতে চাইছে।

স্থায়ী সমাধান চায় বিজেপি

স্থায়ী সমাধান চায় বিজেপি

অন্যদিকে বিষয়টি নিয়ে তৃণমূলের অভিযোগ খারিজ করে দিয়েছে বিজেপি। তারা জানিয়েছে, বিজেপি বাংলা ভাগে বিরোধী। বর্তমান কেন্দ্রীয় সরকার এই সমস্যার রাজনৈতিক সমাধান চায়।

প্রতিনিধি পাঠাবে গোর্খা জনমুক্তি মোর্চা

প্রতিনিধি পাঠাবে গোর্খা জনমুক্তি মোর্চা

কেন্দ্রের পাঠানো চিঠিতে বৈঠকে গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতিকে আমন্ত্রণ জানানো হলেও, মোর্চার তরফে জানানো হয়েছে তাঁদের প্রতিনিধি বৈঠকে থাকবেন।

লোকসভায় সরব হয়েছিলেন বিজেপি সাংসদ

লোকসভায় সরব হয়েছিলেন বিজেপি সাংসদ

দার্জিলিং থেকে লোকসভার সাংসদ বিজেপির। তিনি গত অধিবেশনে গোর্খাল্যান্ড নিয়ে সরব হয়েছিলেন। তিনি বলেছিলেন, সরকার অনেক সমস্যার সমাধান করেছে। কিন্তু এই সমস্যার সমাধান হয়নি। প্রসঙ্গত ২০১৯-এর নির্বাচনী ইস্তেহারে গোর্খাল্যান্ড সমস্যার স্থায়ী সমাধানের প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। এর পরবর্তী সময়ে দার্জিলিং-এর সাংসদ রাজু বিস্তাকে সর্বভারতীয় মুখপত্র হিসেবে নিয়োগ করেছে বিজেপি। সেই সময়ই আন্দাজ করা হয়েছিল ভোটের আগেই আবার সামনে আসতে পারে গোর্খাল্যান্ড ইস্যু।

বিজেপিকে বাংলায় প্রতিষ্ঠিত করতে 'বড় ভাই' মুকুল ভরসা! 'উনি' মমতার শাশুড়ির মতো, বললেন কৈলাশবিজেপিকে বাংলায় প্রতিষ্ঠিত করতে 'বড় ভাই' মুকুল ভরসা! 'উনি' মমতার শাশুড়ির মতো, বললেন কৈলাশ

English summary
Centre sends a letter to Nabanna for a meeting on Gorkhaland issue on Wednesday
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X