For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'কেন্দ্র ইতিহাসবিদকে নিয়ে আতঙ্কিত ',রামচন্দ্র গুহর আটক নিয়ে ক্ষোভ উগড়ে আর কী বললেন মমতা

  • |
Google Oneindia Bengali News

বেঙ্গালুরুর রাস্তায় এদিন সিএএ নিয়ে প্রতিবাদের জেরে আটক করা হয় ইতিহাসবিদ রামচন্দ্র গুহকে। যে ঘটনার পর দিল্লির বিরুদ্ধে স্বৈরতন্ত্রের অভিযোগ তোলেন ইতিহাসবিদ নিজেই। এদিকে, বেঙ্গালুরুর ঘটনায় কলকাতা থেকে তীব্র প্রতিবাদ জানালেন এরাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

 রামচন্দ্র গুহর ঘটনায় মমতার তোপ

রামচন্দ্র গুহর ঘটনায় মমতার তোপ

মমতা এদিন রানি রাসমণি অ্যাভিনিউয়ের সভা থেকে বলেন, 'এই সরকার পড়ুয়াদের নিয়ে আতঙ্কিত। সরকার আতঙ্কিত দেশের বিশিষ্ট ইতিহাসবিদকে নিয়ে। যদি তিনি গান্ধীজির পোস্টার হাতে নিয়ে মিডিয়ার সামনে এনআরসি, বা সিএবি নিয়ে কিছু বলে দেন।' এদিন রানি রাসমণি অ্যাভিনিউয়ের সভা থেকে মমতা একাধিক তোপ দাগেন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে।

রামচন্দ্র গুহকে নিয়ে সমালোচনা মমতার

রামচন্দ্র গুহকে নিয়ে সমালোচনা মমতার

মমতা এদিনের সভা থেকে বলেন, 'আমি রাম গুহর আটককে নিন্দা করি। আমরা পূর্ণ সমর্থন জানাই তাঁদের , যাঁরা এই আজ আটক হয়েছেন।' প্রসঙ্গত , এদিন বেঙ্গালুরুতে ২৪ জন বিক্ষোভকারীকে আটক করা হয়। আর আটক হওয়া ব্য়ক্তিত্বদের মধ্যে ছিলেন রামচন্দ্র গুহও।

মমতার তোপ বিজেপিকে

মমতার তোপ বিজেপিকে

এদিনের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপির যদি সাহস থাকে তাহলে গণভোট হোক দেশে। সেক্ষেত্রে রাষ্ট্রপুঞ্জের মতো প্রতিষ্ঠানকে এতে আহ্বান করা হোক। আর তাতে যদি বিজেপি সরকার বুঝে যায় যে মানুষ চাইছে না এই দলকে , তাহলে সরে যাক।

 আগামীকাল মমতার সভা

আগামীকাল মমতার সভা

আগামীকাল মমতার সভা রয়েছে পার্ক সার্কাসে। গত দুইদিনে হাওড়া , যাদবপুর, জোড়াসাঁকোতে সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। নাগরিকত্ব আইন ইস্যুতে তিনি গত কয়েকদিন ধরেই বিরোধিতা করে চলেছেন। আগামীকালও এনআরসি ও নাগরিকত্ব আইন ইস্যুতে পথে নামবেন মমতা।

English summary
Centre scared of historian, Mamata Banerjee on Ramchandra Guha detention.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X