For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জলপাইগুড়ি মেডিক্যাল কলেজর জন্য ৩২৫ কোটি টাকা বরাদ্দ কেন্দ্রের

জলপাইগুড়ি মেডিক্যাল কলেজর জন্য ৩২৫ কোটি টাকা বরাদ্দ কেন্দ্রের

  • |
Google Oneindia Bengali News

জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের জন্য ৩২৫ কোটি টাকা অর্থ বরাদ্দ করল কেন্দ্র সরকার। আজ মেডিকেল কলেজের জন্য জমি পরিদর্শন করলেন জলপাইগুড়ির রোগী কল্যান সমিতির চেয়ারম্যান বিজয় চন্দ্র বর্মন, মুখ্য স্বাস্থ্য আধিকারিক সহ জেলা পরিষদের সভাধিপতি উত্তরা বর্মন সহ জেলা স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। জলপাইগুড়ির রোগী কল্যান সমিতির চেয়ারম্যান বিজয় চন্দ্র বর্মন বলেন মেডিকেল কলেজের জন্য ২০ একর জমি প্রয়োজন। টিবি হাসপাতাল পাড়ায় ১৬ একর এবং সদর হাসপাতালের আরও ১৬ একর জমির ওপরেই দুটি জায়গাতেই মেডিকেল কলেজ হবে। সরকার ৩২৫ কোটি টাকা বরাদ্দ করেছে।

জলপাইগুড়ি মেডিক্যাল কলেজর জন্য ৩২৫ কোটি টাকা বরাদ্দ কেন্দ্রের

খুব তাড়াতাড়ি কাজও শুরু হয়ে যাবে। জলপাইগুড়িতে মেডিকেল কলেজ ও হাসপাতাল গড়ার বিষয়ে রাজ্য সরকার ২০১৭ সালে ঘোষনা করলেও তা কার্যকর হচ্ছিল না। কিন্তু এবার উদ্যোগী হয়েছে কেন্দ্রীয় সরকার। জলপাইগুড়ি জেলা সদর হাসপাতালের সার্বিক পরিকাঠামোর উন্নয়ন করে এই মেডিক্যাল কলেজ গড়ে তোলা হবে বলে জানান কেন্দ্রীয় স্বাস্থ্য দফতরের মন্ত্রী হরষবর্ধন।

জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায়কে এই মর্মে চিঠিও দিয়েছেন। এছাড়াও স্বাস্থ্য মন্ত্রী সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকেও চিঠি দিয়ে এই বিষয়ে অবহিত করেন বলে বিজেপি সূত্রের খবর।

লোকসভা নির্বাচনের আগে বিজেপির পক্ষ থেকে এই বিষয়ে প্রতিশ্রুতিও দেওয়া হয়েছিল। ভোটে দাড়িয়েও জয়ন্ত রায় জলপাইগুড়িতে মেডিকেল কলেজ বা কেন্দ্র সরকারের হাসপাতালে গড়ার প্রস্তাবের কথা বলেছিলেন। এদিন মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানান তিনি শুনেছেম মেডিকেল কলেজ হবে এখনোও কোন চিঠি পান নি কিন্তু সুত্রের খবর রাজ্য সরকারকে মেডিকেল কলেজ গড়ার জন্য কেন্দ্র সরকার চিঠি দিয়েছেন এবং ৩২৫ কোটি টাকা বরাদ্দ করার কথাও জানিয়েছে।

English summary
Centre grants 325 crore rupees for Jalpaiguri medical college
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X