For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অকেজো থাকার দায় ভোট কমিশন, কেন্দ্রের ঘাড়ে চাপালেন মমতা

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

মমতা
কলকাতা, ১৮ মার্চ: কাজ করতে চান। অথচ পারছেন না। কেন? কেন্দ্রীয় সরকার আর নির্বাচন কমিশনের কারণে! মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনার পৈলানে একটি নির্বাচনী জনসভায় এই দাবি করলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন লোকসভা ভোটে দলের চারজন প্রার্থীর সমর্থনে বক্তব্য রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়। এঁরা হলেন ডায়মন্ড হারবার আসনে নিজের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়, যাদবপুর আসনে সুগত বসু, মথুরাপুর আসনে সি এম জাটুয়া এবং জয়নগর আসনে প্রতিমা নস্কর।

ভাষণের শুরু থেকেই তিনি ছিলেন যথারীতি আক্রমণাত্মক। বলেন, "আমি কাজ করতে ভালোবাসি। কাজের মানুষ। একটা সেকেন্ডও নষ্ট হলে আমার খারাপ লাগে। কিন্তু কাজ করব কী করে? এখন লোকসভা ভোটের ঘোষণা হয়ে গিয়েছে। আড়াই মাস ধরে ভোট চলবে। একটা আজগুবি শব্দ আছে। কোড অফ কন্ডাক্ট। কোনও কাজ করতে পারছি না। এর আগে পঞ্চায়েত ভোটেও আড়াই মাস খেয়ে দিয়েছে। বিধানসভা নির্বাচন যখন হবে, তখনও আড়াই মাস যাবে। এভাবে দেখা যাচ্ছে, এক বছর চলে গেল কোড অফ কন্ডাক্টের ধাক্কায়। রাজ্য সরকারের মেয়াদ দেখে পাঁচ বছর মনে হলেও আসলে চার বছর।"

ভোটের আগে কংগ্রেসকে বিঁধে তিনি বলেন, "৭৪ হাজার কোটি টাকা সুদ বাবদ কেটে নিয়েছে ওরা। বামফ্রন্ট সরকারকে দু'হাতে টাকা ধার দিয়েছে। ওদের ঋণের বোঝা এখন আমাদের বইতে হচ্ছে। বারবার বলা সত্ত্বেও সুদ মকুব করেনি। কতদিন বাংলা এই লাঞ্ছনা, এই বঞ্চনা সহ্য করবে? এনডিএ পর্যন্ত বামফ্রন্ট সরকারকে ঢেলে ঋণ দিয়েছে ওদের সময়। কংগ্রেস, বিজেপি সব এক।"

ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করায় দলে যে কানাঘুষো হচ্ছে, তা বিলক্ষণ জানেন তৃণমূল সুপ্রিমো। তাই যুক্তি সাজিয়েছেন, "মাটিতে পড়ে থেকে রাজনীতি করবে। মানুষের পাশে থেকে রাজনীতি করবে। রাজনীতি করা পরিবার থেকে এসেছে বলেই সব কিছু মসৃণ হবে, এটা মনে করার কারণ নেই।" তাঁর দাবি, তিন বছর ক্ষমতায় থাকার পরও তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মানুষের ক্ষোভ নেই। গতবারের লোকসভা নির্বাচনে মালদহ, মুর্শিদাবাদে ভালো ফল হয়নি। এবার তার পুনরাবৃত্তি হবে না। গতবারের চেয়ে বেশি আসন পাবে দল।

English summary
Centre, EC not allowing my government to function properly, alleges Mamata
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X