For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শুভেন্দুর অভিযোগ কি সত্যিই! খতিয়ে দেখতে কেন্দ্রীয় বিজেপি বাংলায় পাঠাচ্ছে তদন্তকারী দল

শুভেন্দুর অভিযোগ কি সত্যিই! খতিয়ে দেখতে কেন্দ্রীয় বিজেপি বাংলায় পাঠাচ্ছে তদন্তকারী দল

Google Oneindia Bengali News

বিজেপি উঠতে বসতে অভিযোগ করত। শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে বিজেপিতে যাগদানের পর তো লাগাতার বলে আসছেন কেন্দ্রের প্রকল্প রাজ্যের নামে চালাচ্ছে মমতা বন্যোকেপাধ্যায়ের সরকার। কিন্তু সেই অভিযোগ কি সত্যি? তা খতিয়ে দেখতে এবার বাংলায় তদন্তকারী দল পাঠাচ্ছে কেন্দ্রীয় বিজেপি।

শুভেন্দুর অভিযোগ কি সত্যিই! খতিয়ে দেখতে কেন্দ্রীয় বিজেপি বাংলায় পাঠাচ্ছে তদন্তকারী দল

কেন্দ্রীয় প্রকল্পকে রাজ্যের হিসেবে চালিয়ে দেওয়া হচ্ছে বলে রাজ্যের তৃণমূল সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই সরব বিজেপি সাংসদরা। শুভেন্দু এ ব্যাপারে আওয়াজকে আরও বলিষ্ঠ করেছেন। বিশেষ প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে তিনি বেশি সরব হয়েছিলেন। এই প্রকল্পের নাম পরিবর্তন করে বাংলার সরকার নিজের প্রকল্প বলে চালাচ্ছেন বলে অভিযোগ তোলেন তিনি।

এই অভিযোগের পর টনক নড়েছে কেন্দ্রীয় বিজেপির। কেন্দ্রের শাসক দল এবার তা খতিয়ে দেখতে চাইছে। সেই কারণেই কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রক রাজ্যে একটি বিশেষ দল পাঠানোর পরিকল্পনা করেছে। রাজ্য সরকারের দাবি, তাদের নিজস্ব প্রকল্প রয়েছে বাংলার আবাস যোজনা নামে। রাজ্য সরকার কোনও অন্যায় করেনি। যা করেছে সবই নিয়ম মেনে করেছে।

বিজেপির দাবি, পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রের কাছ থেকে অর্থ সাহায্য নিয়ে সেই টাকায় যে বাড়ি তৈরি করছে, তা রাজ্যের নিজস্ব প্রকল্প বাংলা আবাস যোজনার অন্তর্গত বলে প্রচার করছে। তৃণমূল সরকার তাদের নিজস্ব কৃতিত্ব বলে দাবি করে আসছে। এ বিষয়ে শুভেন্দু যেমন রাজ্যে ঝড় তুলেছেন, তেমনই সংসদে সরব হয়েছেন ব্যারাকপুরের বিজেপি সংসদ অর্জুন সিং।

তিনি অভিযোগ করেন, প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রকল্পের নামে কার্যত লুঠ চলছে রাজ্যে। প্রকৃত উপভোক্তারা কোনও ফায়দা পাচ্ছেন না পশ্চিমবঙ্গে। আগে থেকে নির্মীয়মান বাড়ির ছবি তুলে ওই প্রকল্পের নামে কেন্দ্রের টাকা হাতানোর চক্রান্ত চলছে। আবার বিরোধী দল করার কারণে বিজেপির কর্মীরা এই পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে রাজ্যে।

বিজেপির অভিযোগ কেবলমাত্র আবাস যোজনা নিয়েই নয়, জল-বিদ্যুৎ বা সড়ক নির্মাণের প্রশ্নে কেন্দ্রীয় প্রকল্পকেও নিজেদের বলে চালাচ্ছে রাজ্য সরকার। তাই অবিলম্বে কেন্দ্রের হস্তক্ষেপ দাবি করেন বিজেপি সাসংদরা। সেই অভিযোগ পেয়েছেন বলে স্বীকার করেছেন কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রকের প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি। এরপরই এই অভিযোগ খতিয়ে দেখতে রাজ্যে পাঠানো হচ্ছে কেন্দ্রীয় দল। তারা অভিযোগ খতিয়ে দেখে কী রিপোর্ট দেবেন। শুধু পশ্চিমবঙ্গেই নয়, কেন্দ্রীয় দল পাঠানো হবে অন্য রাজ্যেও। এখন এই অভিযোগ প্রমাণিত হলে কেন্দ্রীয় সাহায্য বন্ধের সুপারিশও করা হয়েছে শুভেন্দু অধিকারীদের পক্ষ থেকে।

English summary
Central special team to investigate in West Bengal according to Suvendu Adhikari and BJP’s complain
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X